হলদিয়া থেকে কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য ফেরি সার্ভিসের দাবি করলেন- প্রদীপ
গঙ্গাসাগর মেলায় জীবনকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হলদিয়ার মানুষ। দীর্ঘদিন ধরে হলদিয়া থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য ফেরি সার্ভিসের দাবি করেছিলেন এলাকার মা…
হলদিয়া থেকে কপিলমুনি আশ্রম যাওয়ার জন্য ফেরি সার্ভিসের দাবি করলেন- প্রদীপ
গঙ্গাসাগর মেলায় জীবনকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হলদিয়ার মানুষ। দীর্ঘদিন ধরে হলদিয়া থেকে কচুবেড়িয়া যাওয়ার জন্য ফেরি সার্ভিসের দাবি করেছিলেন এলাকার মানুষ। কিন্তু সেই ফেরি সার্ভিস চালু হয়নি কচুবেড়িয়া থেকে প্রতিনিয়ত ট্রলারে করে আসছে পান যা পূর্ব মেদিনীপুর জেলা মেচেদা থেকে বিভিন্ন রাজ্যে পৌঁছে যায় সেই সকল পান আমাদের রাজ্যের পান উৎপাদন বেশিরভাগই হয় লাটে আর পূর্ব মেদিনীপুর হলদিয়া টাউনশিপ থেকেই সেই পান পৌঁছে যান সারা ভারতবর্ষে। কিন্তু সেই সকল কৃষকদের জন্য রাজ্য সরকার কখনোই ভাবেননি। তারা জীবনকে ঝুঁকি নিয়ে তারা সেই রাত থেকে উঠে ট্রলারে করে পান নিয়ে আসেন। আর সেই পান বিক্রি করে আবার রাতের ট্রলারে তাদেরকে ফিরতে হয়। বর্তমান রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মধ্যে জলযান প্রকল্প রাজ্য সরকার রেখেছেন যাতে জলে ডুবে গেলে তাদেরকে তুলে আনার জন্য লুলিয়া নিয়োগ করছেন। কিন্তু হলদিয়া টাউনশিপ থেকে যে ভুটভুটি করে যাতায়াত করে তাদের জন্য কোন সুরক্ষা নেই। আজ সকাল থেকে শুরু হয়েছে গঙ্গা স্থান এই মহাস্থানে যাওয়ার জন্য হলদিয়ার বহু মানুষ হলদিয়া টাউনশিপ থেকে ট্রলারে করে যাওয়ার জন্য রওনা হচ্ছেন । কিন্তু তাদের জীবনের সুরক্ষা নেই হলদিয়ার ভূমিপুত্র প্রদীপ বিজলী দাবি করলেন সারা রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে ফেরি সার্ভিস রয়েছে ঠিক তেমনি ভাবে হলদিয়া থেকে সাগর অথবা কচুবেড়িয়া পর্যন্ত সেই ফেরি সার্ভিস চালু করলে হলদিয়ার মানুষ দর্শন করতে পারবেন।
No comments