মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিতরণআজ পৌষ সংক্রান্তি যা মকর সংক্রান্তি নামেই পরিচিত, এই পুণ্য লগ্নে , হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও তাঁদের ফেসবুক পরিবার "সবুজের অভিযান…
মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিতরণ
আজ পৌষ সংক্রান্তি যা মকর সংক্রান্তি নামেই পরিচিত, এই পুণ্য লগ্নে , হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও তাঁদের ফেসবুক পরিবার "সবুজের অভিযান" ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন জায়গায় সবুজের অভিযান পরিবারের মধ্যে গাছ বিনিময় করে ও পথ চলতি মানুষদেরও গাছ দেওয়া হয়। সংগঠনের তরফে উপস্থিত সকলকে পিঠেপুলি দেওয়া হয়। লক্ষ্য-- গাছের প্রতি ভালোবাসা তৈরি করা ও গাছ লাগানোয় উৎসাহ দান । এই গাছ বিনিময় আগামী দিনে দূষণ প্রতিরোধে প্রাসঙ্গিক হয়ে উঠবে।
No comments