Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিতরণ

মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিতরণআজ পৌষ সংক্রান্তি যা মকর সংক্রান্তি নামেই পরিচিত, এই পুণ্য লগ্নে , হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও তাঁদের ফেসবুক পরিবার "সবুজের অভিযান…

 


মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সবুজের অভিযানের উদ্যোগে চারা গাছ বিতরণ

আজ পৌষ সংক্রান্তি যা মকর সংক্রান্তি নামেই পরিচিত, এই পুণ্য লগ্নে , হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও তাঁদের ফেসবুক পরিবার "সবুজের অভিযান" ক্ষুদিরাম স্কোয়ার সংলগ্ন জায়গায় সবুজের অভিযান পরিবারের মধ্যে গাছ বিনিময় করে ও পথ চলতি মানুষদেরও গাছ দেওয়া হয়। সংগঠনের তরফে উপস্থিত সকলকে পিঠেপুলি দেওয়া হয়। লক্ষ্য-- গাছের প্রতি ভালোবাসা তৈরি করা ও গাছ লাগানোয় উৎসাহ দান । এই গাছ বিনিময় আগামী দিনে দূষণ প্রতিরোধে প্রাসঙ্গিক হয়ে উঠবে।

No comments