চল্লিশ বছর ধরে শিল্প ও সংস্কৃতিকে লক্ষ্য করে হলদিয়ার তিরুপতি অফসেট প্রিন্টার্সপৌষ পার্বণ উপলক্ষে প্রায় চল্লিশ বছর ধরে শিল্প ও সংস্কৃতিকে লক্ষ্য করে হলদিয়ার তিরুপতি অফসেট প্রিন্টার্স এর কর্ণধার দুলাল মাইতি মহাশয় এর উদ্যোগে প্…
চল্লিশ বছর ধরে শিল্প ও সংস্কৃতিকে লক্ষ্য করে হলদিয়ার তিরুপতি অফসেট প্রিন্টার্স
পৌষ পার্বণ উপলক্ষে প্রায় চল্লিশ বছর ধরে শিল্প ও সংস্কৃতিকে লক্ষ্য করে হলদিয়ার তিরুপতি অফসেট প্রিন্টার্স এর কর্ণধার দুলাল মাইতি মহাশয় এর উদ্যোগে প্রত্যেক বছর পৌষ পার্বণ উপলক্ষে সপরিবারে মিলে আলপনা করা হয়। এলাকার বহু মানুষের ভিড় নামে এই আলপনা দেখার জন্য প্রত্যেক বছর নতুন নতুন ধরনের ভাবনা এক অতুলনীয় সৃষ্টি।
উপস্থিত ছিলেন শিল্পী দীপ মাইতি শ্রী ভারত সাংস্কৃতিক কলামন্দিরের সর্বভারতীয় সভাপতি)
পৌষ পার্বণে আল্পনায় মেতে উঠেছে শিল্পী দীপ মাইতি এবং উনি জানিয়েছেন এবছরের ভাবনা লোকসংস্কৃতি। শিল্প সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তাই বেঁচে থাক শিল্প-সংস্কৃতি তুলির টানে।
No comments