হকারদের জন্য আর্থিক সহায়তা ক্যাম্পপূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন হকারদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রূপায়ণে হলদিয়া পৌর এলাকায় হকারদের লোন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপন
প্রথম …
হকারদের জন্য আর্থিক সহায়তা ক্যাম্প
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন হকারদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রূপায়ণে হলদিয়া পৌর এলাকায় হকারদের লোন দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
প্রথম কিস্তি লোন প্রায় সকলেই পেয়েছেন দ্বিতীয় কিস্তি লোন যাতে পায় এবং কিভাবে পাবেন তার সব রকমের আলোচনা আজকের হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে অনুষ্ঠিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/XSzZmasOZso
এই ক্যাম্প আগামী কয়েক দিন ধরেই চলবে পাঁচ কিস্তিতে এই ক্যাপ চলবে হলদিয়া পৌর এলাকার ২৯ টি ওয়ার্ডে যে সকল হকাররা লোন নিয়েছিলেন কিভাবে সেই লোন ব্যাংকের রেনুয়েল হবে এবং ব্যাংকের যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয় নিয়েই আজকের বিশদভাবে আলোচনা হয়।
বিজ্ঞাপন
আজকের এই সভায় ওভারসিজ ব্যাঙ্ক, এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ক ব্রজলাল চক শাখার আধিকারিকগন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার এসএইচজি গ্রুপের অন্যান্য সকল আধিকারিকবৃন্দ। ব্যাংকের মাধ্যমে অল্প সুদে লোন নিয়ে গ্রামের মহিলারা স্বনির্ভর হচ্ছেন জানালেন হলদিয়া পৌরসভা সি টি মিশন ম্যানেজার (CMM ) অনিবান মাইতি ।
No comments