Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টাকা নেওয়ার অভিযোগ খোদ ঠিকাদারের!

বিডিও'র বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ খোদ ঠিকাদারের, চাঞ্চল্য এগরায়! ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, এগরা ২ ব্লকের প…

 


বিডিও'র বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ খোদ ঠিকাদারের, চাঞ্চল্য এগরায়!

 ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, এগরা ২ ব্লকের পানিপারুল হাইস্কুলে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের স্কুল বিল্ডিং তৈরী হয়েছিল। সেই কাজ করার পর ঠিকাদার এগরা ২ ব্লকের বিডিওর কাছে বার বার বিল চাইলে কোনোভাবেই সেই টাকা মেলেনি। এগরা ২ ব্লকের বিডিও ঐ ঠিকাদারকে বলেন ৫০ হাজার টাকা কাটমানি দিলে তবেই বিল ছাড়া হবে। যা নিয়ে এলাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে। খেজুরদা গ্রামের বাসিন্দা ও ঠিকাদার রাজু জানা জানিয়েছেন, বহুদিন টেন্ডার নেয়ার জন্য আগেও আমি বিডিও অরিজিৎ গোস্বামীকে টাকা দিয়েছি। এখন আবার বিল ছাড়ার জন্য নতুন করে ঘুষ চাইছে। আমি কাজের শ্রমিকদের টাকা দিতে পারছিনা। মানসিক যন্ত্রনায় ভুগছি। অথচ বিডিও বিল পাওয়ার ক্ষেত্রে কোনোরকম সহযোগিতা করছে না। তবে এই ঘটনায় মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এই বিডিও চরম দুর্নীতিগ্রস্ত একজন আধিকারিক, যবে থেকে বিডিও অরিজিৎ গোস্বামী এই ব্লকে এসেছে, তবেই ঠিকাদারদের কাছ থেকে টাকা তুলছেন। স্থানীয় এলাকার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি ও এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগমের উচিত অবিলম্বে তদন্ত করে এই বিডিওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা হোক। তবে এ প্রসঙ্গে এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিষয়টি এটা ঠিকাদার ও বিডিও'র বিষয়। এ ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। তবে আমি খোঁজ নিয়ে দেখবো। কিন্তু ফোনে যোগাযোগ করে হলে এ প্রসঙ্গে এগরা ২ ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। কি হয়েছে না হয়েছে। ব্লক প্রশাসনিক আধিকারিকের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্রই।

No comments