বৎসরের শুরুতেই এক ধাক্কায় কমে গেল মোটরবাইকের দামদ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দিন দিন। সাধারণ মানুষের হাতে টান পড়েছে, এখন বেশিরভাগ মানুষ অফিস নিত্য জীবন যাপন মোটরবাইকের উপনির্ভরশীল। মটর বাইকের দাম দিন দিন বাড়ছে মানুষ দিশেহারা হয়েছ…
বৎসরের শুরুতেই এক ধাক্কায় কমে গেল মোটরবাইকের দাম
দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দিন দিন। সাধারণ মানুষের হাতে টান পড়েছে, এখন বেশিরভাগ মানুষ অফিস নিত্য জীবন যাপন মোটরবাইকের উপনির্ভরশীল। মটর বাইকের দাম দিন দিন বাড়ছে মানুষ দিশেহারা হয়েছিল। কিন্তু ইংরেজি নববর্ষ ২০২৫ শুরু হতেই এক ধাক্কায় কমে গেল মোটর বাইকে দাম। সাধারণ মানুষের কথা ভেবে এক ধাক্কায় কমে গেল মোটরবাইকের দাম ৬০০০ টাকা। দাম কমে গেলে কি মোটর বাইকের গুণগত মান কমে গেল? সূত্রে জানা যায় যেমন ভিসার তেমনি কালার বিভিন্ন রঙের কালারের সংমিশ্রণে রয়েছে বাজাজ পালসার ১১৫ সিসি। যা সকলের নজর কেড়েছে। বৎসরের শুরুতেই বাজাজের যেকোনো শোরুমেই পাবেন এই ধরনের মডেলের মোটরবাইক। কোভিডের পর থেকে মানুষ এখন নির্ভরশীল সাইকেল স্কুটি অথবা মোটর বাইকের উপর। দিন দিন অন্যান্য গাড়ির দাম বাড়লেও বৎসরের শুরুতে এক ধাক্কায় ছয় হাজার টাকা কমিয়ে দিল বাজাজ মটর বাইকের দাম ।এখন সকলেই কিনতে পারবে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্রজলাল চক থেকে চৈতন্য পুর রাস্তার ধারেই বাজাজের শোরুম রয়েছে সেই শোরুম থেকেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালারের সংমিশ্রণ রয়েছে এই মোটরবাইক।
সূত্রে জানা যায় এই জায়গা থেকে কিনলে যেমন মোটরবাইকের উপর দাম কমেছে তারি সাথেই শোরুমের তরফ থেকে থাকছে বিভিন্ন ধরনের গিফট এবং গাড়ি কিনলেই পেয়ে যাচ্ছেন ৫ লিটার পেট্রোল হেলমেট এবং মোটরবাইক , তাই দেরি না করেই বাজাজের শোরুমে যান নিজের পছন্দমত গাড়ির মালিক হওয়ার সুযোগ হারাবেন না জানালেন জনপ্রিয় অটো সেন্টারের ফিনান্স ম্যানেজার-----।
No comments