মেয়ের বাড়ি যাবার পথে রাস্তা আটকালো কুকুর ,দুর্ঘটনার কবলে বাইক আরোহী !ঠাকুরপুকুরে বাড়ি, ডায়মন্ড হারবার কুকড়াহাটি লঞ্চ পেরিয়ে মেয়ের বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন কাজু আলি গায়েন বেহালা ঠাকুরপুকুরে বাড়ি বয়স ৪২ মেয…
মেয়ের বাড়ি যাবার পথে রাস্তা আটকালো কুকুর ,দুর্ঘটনার কবলে বাইক আরোহী !
ঠাকুরপুকুরে বাড়ি, ডায়মন্ড হারবার কুকড়াহাটি লঞ্চ পেরিয়ে মেয়ের বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন কাজু আলি গায়েন বেহালা ঠাকুরপুকুরে বাড়ি বয়স ৪২ মেয়ের বাড়ি নন্দকুমার ঠেকুয়াতে হুগলি নদী পেরিয়ে স্কুটি নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ভবানীপুর থানার অন্তর্গত ব্রজলালচক- চৈতন্যপুর রাজ্য সড়কের উপর হঠাৎ একটি কুকুর ছুটে আছে তৎক্ষণাৎ তিনি পড়ে যান অসুস্থ বোধ করেন। হলদিয়া ভবানীপুর থানার ট্রাফিক পুলিশ বিসিরায় হাসপাতালে ভর্তি করেছেন তদন্ত নেবেছেন ভবানীপুর থানার পুলিশ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/M_sRZyxL_TE
অপরদিকে ব্রজলাল চক হাই রোড মোড়ে দাঁড়িয়ে থাকা মোটর বাইকের পিছনে এসে ধাক্কা মারলো চার চাকার গাড়ি। চার চাকার গাড়ি মানুষদের কিছুই ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু দাঁড়িয়ে থাকা মোটর বাইক আরোহী দুজনে গুরুতর জখম হন তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান ভবানীপুর থানার পুলিশ অমিত হালদার। তিনি জানান সকলেই ভালো আছেন।
No comments