হলদিয়া পৌরসভার ৯টি প্রকল্পের উদ্বোধন করলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝিহলদিয়া পৌরসভার পরিষেবা মূলক কাজের প্রশংসা করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। জেলাশাসক পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন । তিনি বলেন হল…
হলদিয়া পৌরসভার ৯টি প্রকল্পের উদ্বোধন করলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি
হলদিয়া পৌরসভার পরিষেবা মূলক কাজের প্রশংসা করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। জেলাশাসক পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন । তিনি বলেন হলদিয়া পৌরসভার দারুন টিম ওয়ার্কের ফলে সফলভাবে কাজ হয়েছে। প্রশাসনের কর্মী আধিকারিকদের উদ্দেশ্যে বলেন মানুষের কাজ করার জন্য সরকার আমাদের মাইনে দিচ্ছে। প্রতিটি কাজ ভালোবেসে হৃদয় দিয়ে করতে হবে পৌর প্রশাসক এখানে ভালোবেসে আবেগ দিয়ে কাজ করছেন। হলদিয়ার মানুষ যখন তার উপলব্ধি করবেন আরো মানুষ পৌর পরিষেবা উপকৃত হবেন। তখন পৌর প্রশাসকের কাজ সার্থক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, জ্যোতির্ময় কর, সংস্থার চিপ এক্সিকিউটিভ অফিসার কুন্থম সুধীর হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা প্রমূখ। জেলাশাসক বলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আচমকা পরিদর্শন ভালো কাজের প্রমাণ পেয়েছি মানুষ পৌর পরিষেবা প্রশংসা করছেন তিনি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বাস্তবমুখী প্রকল্প সরকারি টাকা ব্যবহারের পরামর্শ দেন এদিন জেলা শাসক পাশাপাশি পুলিশ সুপার এবং এইচ ডি চেয়ারম্যান হলদিয়া পৌরসভা কাজের ভুয়সী প্রশংসা করেন। পৌরসভার প্রায় আড়াই বছর পৌর বোর্ড নেই। প্রশাসকের ২৮ মাসের কার্যকালে পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে একাধিকবার শাসক ও বিরোধীরা অভিযোগ তুলেছেন। হলদিয়ার প্রভাবশালী তৃণমূল নেতাও প্রাক্তন কাউন্সিলররা রাজ্যের কাছে প্রশাসকের বিরুদ্ধে বার বার অভিযোগ করেছেন। একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী হলদিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ্য করেন। কিন্তু শালুকখালি ঝিকুরখালি মত শহরে পিছিয়ে পড়া থাকা ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ ২৭ বছর পর দলবাজিত পানীয় জল পথপাটিপি দারুন খুশি, তারা পৌরসভার পরিষেবা উন্নয়নের ভাবনা প্রশংসা করেছেন এই পরিস্থিতিতে জেলা শাসকের বক্তব্য তাৎপর্যপূর্ণ।
এদিন পৌরসভার নয়টি প্রকল্পে উদ্বোধন হয় এর বেশির ভাগই পরি পরিবেশ সুরক্ষা পরিবেশের উপর নজরদারি সংক্রান্ত প্রকল্প পৌর প্রশাসক বলেন এবার থেকে পৌরসভা সৌর বিদ্যুৎ চলবে। এজন্য ৯০ লক্ষ টাকা খরচ হয়েছে প্রতিবছর বিদ্যুৎ বিল বাবদ পৌরসভা ১০ লক্ষ টাকা সাশ্রয় হবে হলদিয়া পরিবেশের উপর নজরদারির জন্য একটি অ্যাপ চালু হয়েছে ২৯ টি ওয়ার্ডের জন্য আবর্জনা সংগ্রহের বিশেষ গাড়ি চালু হয়েছে। পৌরসভার নিজস্ব স্কুল পৌর পাঠভবনের ভেষজ উদ্যান তৈরি হয়েছে। পুলিশের কাজের সুবিধা জন্য দূষণ মাপতে স্মোক অ্যানালাইজার দেওয়া হয়েছে। এদিন শহর বাসীর জন্য আধুনিক জিম খানা চালু হয়। এদিকে অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার ও পুলিশ আধিকারিকদের ঘেরাও করেন হলদিয়ার বিভিন্ন আবাসনের বাসিন্দারা তাদের অভিযোগ দুর্গাচক থানা এলাকায় একের পর এক সরকারি আবাসনে দিন দুপুরে চুরি হচ্ছে পরিস্থিতি সামাল দেন জেলা শাসক ও এইচ ডি এর চেয়ারম্যান তারা এ নিয়ে আবাসিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে আশ্বাস দেন।
No comments