কুম্ভ মেলায় মহাস্নানে গিয়ে নিখোঁজ ১১৪৪ বছর পর প্রয়াগ রাজ্যে শুরু হয়েছে মহাকুম্ভ। দেশ-বিদেশের বহু মানুষ আসছেন কুম্ভে গঙ্গা-যমুনা-সরস্বতী এই নদীর সঙ্গমস্থলে স্নান করার জন্য। বহু খেলোয়াড় থেকে সিনেমা আটিস সকলেই এই মহা কুম্ভে এ…
কুম্ভ মেলায় মহাস্নানে গিয়ে নিখোঁজ ১
১৪৪ বছর পর প্রয়াগ রাজ্যে শুরু হয়েছে মহাকুম্ভ। দেশ-বিদেশের বহু মানুষ আসছেন কুম্ভে গঙ্গা-যমুনা-সরস্বতী এই নদীর সঙ্গমস্থলে স্নান করার জন্য। বহু খেলোয়াড় থেকে সিনেমা আটিস সকলেই এই মহা কুম্ভে এসে তাদের জীবনের পথ পরিবর্তন হয়েছে। গত কয়েকদিন আগেই লাস্যময়ী সিনেমা জগতের মমতা কুলকানি তিনিও কুম্ভ স্নানে এসে দীক্ষিত হয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন। ১৪৪ বছর পর কুম্ভ তার জন্যই সাক্ষী থাকার জন্য একে একে বহু মানুষ দেশ-বিদেশ থেকে এই কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন । কোটি কোটি মানুষের এই মিলন মেলা প্রয়াগ সঙ্গমস্থলে উপস্থিত হচ্ছেন। হলদিয়া টাউনশিপ থেকে কয়েকজনকে সঙ্গী নিয়ে বেরিয়ে পড়েছিলেন নকুল মান্না বয়স প্রায় ৫৮ - ৬০ এর মধ্যে। হলদিয়া থানার অন্তর্গত টাউনশিপ বসবাস করতেন। সাথে যারা ছিলেন তাদের কাছ থেকে ছাড়াছাড়ি হয়ে যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোন সহৃদয় ব্যক্তি দেখতে পান তাহলে অবশ্যই ৯৬৩৫ ৬০৩৪০০ নম্বরে কল করার জন্য অনুরোধ করছেন। আপনার এই খুঁজে পাওয়া তে এই ভদ্রলোক ফিরে আসবে তার পরিবারে সদস্যদের কাছে।
No comments