৩৫ তম বার্ষিকী দ্বারিবেড়্যা প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশ অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রামীণ ডাক্তারদের অন্যতম সংস্থা দ্বারীবেড়্যা প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের এবারের ৩৫ তম বর্ষে ব…
৩৫ তম বার্ষিকী দ্বারিবেড়্যা প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশ অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
গ্রামীণ ডাক্তারদের অন্যতম সংস্থা দ্বারীবেড়্যা প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের এবারের ৩৫ তম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিজস্ব ভবনে। এই সংগঠনটি সুতাহাটা ভবানীপুর মহিষাদল নন্দকুমার ও হলদিয়া নন্দীগ্রাম জোন নামে পরিচিত। ২২ শে জানুয়ারি বুধবার সাংগঠনের ৩৫ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রদীপ প্রজ্জ্বলন করেন ভূমিদাতা গোষ্ঠ বিহারী সামন্ত।
অনুষ্ঠানে চক্ষু পরীক্ষাও জেনারেল রোগী পরীক্ষা করা হয়েছিল এবং বিনা পয়সায় চশমা দেওয়া হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ভূমি দাতা গোষ্ঠবিহারী সামন্ত ছিলেন। জানা যায় এই অফিসটি তৈরি হয়েছে হলদিয়া পেট্রো কেমিক্যালস এর আর্থিক সহযোগিতায়। এই অফিসে আগামী দিনে আরও লায়ন্স ক্লাবের উদ্যোগে মাসে দুই বার করে হবে চক্ষু পরীক্ষা শিবির মাত্র ত্রিশ টাকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ আশিস ভক্তা শিশু স্পেশালিস্ট বিধায়িকা তাপসী মন্ডল, ডঃ হরিপদ মাইতি, ছিলেন সঞ্জীব জুল্কি সম্পাদক, নয়ন রঞ্জন দাস,বাদল কুমার মাইতি জেলা সম্পাদক, ভরত চন্দ্র দাস সভাপতি তপন কুমার ঘোড়াই কোষাধক্ষ।
এছাড়াও উপস্থিত ছিলেন অশোক কুইল্যা সম্পাদক মহিষাদল, আরফান বিল্লাহ খান সম্পাদক সুতাহাটা, জানালেন সংগঠনের অন্যতম সদস্য শংকর অধিকারী।
No comments