Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ.....

হলদিয়া শ্রমিক বিক্ষোভ। হলদিয়া আই ডব্লিউ অ্যাশ জেঠি ইউনিয়নের শ্রমিকবৃন্দরা সিওডি না হওয়ায় সকাল থেকে ধর্মঘট শুরু করে। তাদের দাবি ২০২৩ সালে জুন মাসে সিওডি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পুনরায় সিওডি না হওয়ায় শ্রমিকরা ধর্মঘট…

 



     হলদিয়া শ্রমিক বিক্ষোভ। হলদিয়া আই ডব্লিউ অ্যাশ জেঠি ইউনিয়নের শ্রমিকবৃন্দরা সিওডি না হওয়ায় সকাল থেকে ধর্মঘট শুরু করে। তাদের দাবি ২০২৩ সালে জুন মাসে সিওডি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পুনরায় সিওডি না হওয়ায় শ্রমিকরা ধর্মঘটে শামিল হন।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন তাপ বিদ্যুতে পড়ে থাকা অ্যাশ জাহাজ ভর্তি করে বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় চলে যায়। এই অ্যাশ ভর্তি সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৩৫ জন শ্রমিক। বিভিন্ন জায়গা থেকে গাড়িতে করে আসে অ্যাশ তার পর জাহাজে ভর্তি করা। হয় গত ২০২৩এ এই অ্যাশ কন্টেনারে উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রে, জানা যায় এই ধর্মঘটের ফলে বন্দরের ঘাটে প্রায় ৯টি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। ইউনিয়ন নেতৃত্ব কৌশিক বেরা জানান এই ধর্মঘটের ফলে বন্দর কর্তৃপক্ষ আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন আর সেই সময় চাওয়ার জন্যই আপাতত এই ধর্মঘট তুলে নেয়া হলো। 














No comments