Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জী

মানবিক পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জী
বছর শেষ নতুন বছরের শুরুতেই শীত পড়ছে জাকিয়ে। সামনে পৌষ পার্বণের মেলা ।  শীতের বিভিন্ন ধরনের খাদ্য রসিকদের জন্য মেলা এবং খাদ্যের সম্ভার নিয়ে হলদিয়া শিল্প শহরে বসেছে দোকান। রাস্তার ভবঘ…

 


মানবিক পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জী


বছর শেষ নতুন বছরের শুরুতেই শীত পড়ছে জাকিয়ে। সামনে পৌষ পার্বণের মেলা ।  শীতের বিভিন্ন ধরনের খাদ্য রসিকদের জন্য মেলা এবং খাদ্যের সম্ভার নিয়ে হলদিয়া শিল্প শহরে বসেছে দোকান। রাস্তার ভবঘুরেরা থাকে রাস্তাতেই আর শীত এলেই তাদেরকে থাকতে হয় খুব কষ্টের মধ্যে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ওই সকল ভবঘুরেদের শীতের পোশাক দেওয়ার জন্য মাঝেমধ্যে বেরিয়ে পড়েন। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক নিয়ম মেনেই প্রত্যেক বছরের মতো এবছর শিল্প শহরের বিভিন্ন অলিগলিতে গিয়ে যে সকল ভবঘুরে রাস্তার উপরে ঠান্ডায় বসে রয়েছে তাদের জন্য মানবিক হাত বাড়িয়ে দিলেন শীতের পোশাক এবং খাওয়ার তুলে দিয়ে । সঙ্গে ছিলেন হলদিয়া পৌরসভার বিভিন্ন আধিকারিক এবং ফিনান্স অফিসার দুলাল সরকার। হলদিয়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন মার্কেট রাত্রিতেই পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক । প্রত্যেকটি মার্কেটে গিয়ে যেমন কর্মচারীরা কাজ করছেন দেখলেন ঠিক তেমনি ভাবে এই শীতের রাতে যে সকল ভবঘুরেরা রাস্তার ধারে শুয়ে রয়েছেন তাদের শীতের জন্য গরমের পোশাক এবং খাওয়ার তুলে দিলেন।

 পৌর কর্মী চন্দন বেরা বলেন মাসখানেক আগে পৌরসভার ব্যস্ত বাজার এলাকায় নাইট ক্লিনিং চালু হয়েছিল। টাউনশিপ মাখনবাবুর বাজার দুর্গাচক নিউমার্কেট চিরঞ্জিবপুর সুতাহাটা সহ বিভিন্ন মার্কেট। জিপিএস প্যাকিং এর মাধ্যমে ওরা কাজ করছে কিনা তা জানা যায়। ওই ব্যবস্থা চালু হওয়ার ফলে স্থানীয় বাজার কর্মীও খুব খুশি। প্রায় ৬০ জন সাফাই কর্মী রাতে এ কাজ করেন। দিনেও রাতে সাফাই কর্মী কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এর জন্য নতুন কর্মী নিয়োগ করতে হয়নি। টাউনশিপ এলাকায় সিভিক ভলেন্টিয়ার এর দাদাগিরিতে ভয়ে সন্ত্রস্ত হলদিয়ার পৌরসভার শাফাই কর্মীরা। পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয় পৌর প্রশাসক। পৌরসভার আধিকারিক দুলাল সরকার বলেন পৌরসভার বিভিন্ন সম্পদ ও পার্ক গুলি রক্ষার জন্য নিজস্ব সিকিউরিটি রয়েছে তারা ঠিক মতো নাইট ডিউটি করছে কিনা তার খতিয়ে দেখে পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়েছে। তিনি আরো জানান রাতে দুর্গাচকের আবাসন এলাকায় ঘুরিয়ে দেখেছি সুপারমার্কের সংলগ্ন আবাসন এলাকায় থেকে চুরির অভিযোগ নিয়ে আবাসিকিরা পৌরসভায় এসেছিলেন। শাসক বলেন পৌর কর্তৃপক্ষ হলদিয়ায় দেড় কোটি টাকা খরচে ভবঘুরেদের জন্য আবাস গড়েছে কয়েক বৎসর আগে মাঝখানে নানা কারণে সেই আবাস বন্ধ হয়ে যায় হলদিয়ার ভবঘুরেদের জন্য পৌরসভার মানবিক উদ্যোগ নিয়েছেন শীতের সময় ভবঘুরেদের পাশে থাকার চেষ্টা করেছেন পৌরসভা।


No comments