ইন্দো নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে ৪-৫ জানুয়ারি দুই দিনব্যাপী এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল অনুষ্ঠিত হয় ইন্দো- নেপাল ক্…
ইন্দো নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হয়
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত মহিষাদল কুমুদিনী ডাকুয়া মঞ্চে ৪-৫ জানুয়ারি দুই দিনব্যাপী এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল অনুষ্ঠিত হয় ইন্দো- নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্টেট থেকে ১২৫০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রীর বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা মহিষাদল বিধানসভা বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা বয়স এবং ওজন অনুযায়ী ২২ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়েছে। এবারের প্রতিযোগিতায় অনেক বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় সরকারের অধীনে যে স্কুল প্রতিষ্ঠিত মহিষাদল কাপাস এরিয়া জওহর নবোদয় স্কুল সেই স্কুল বেস্ট ট্রফি নিয়েছেন। প্রতিযোগিতায় এখন পর্যন্ত পূর্ব মেদিনীপুরের ৩৬ খানা সোনার মেডেল এসেছে। আর রয়েছে সিলভার এবং ব্রোঞ্চ।
রাজ্যে দুইজন ভালো ক্যারাটে যা রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সত্যজিৎ দেবনাথ এস জি এম গেমে সবথেকে ভালো ফল করেছেন রাজ্যের মধ্যে দুটি মেডেল এসেছে একটি নদীয়া এবং আর একটি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলে এই সাফল্যের কথা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যারাটে প্রশিক্ষক বিধান জানা। আগামী ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়ন শিপে পূর্ব মেদিনীপুর জেলার বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন। তিনি বলেন বর্তমানে মেয়েরা খুবই নির্যাতিত হচ্ছে তাই পশ্চিমবঙ্গের শিক্ষার সিলেবাসে কিকবক্সিং অথবা ক্যারাটে থাকলে তাহলে আরো ভালো হতো।
No comments