Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মিস মেদিনীপুর সিজন টু প্রস্তুতি- গ্রাম বাংলার সুন্দরী সুন্দরী মহিলাদের রূপের প্রতিযোগিতা

গ্রাম বাংলার সুন্দরী সুন্দরী মহিলাদের রূপের প্রতিযোগিতাগত বছর থেকে শুরু হয়েছিল মিস মেদিনীপুর অত্যন্ত গ্রামের সুন্দরী মহিলারা তাদের প্রতিভা কর্মদক্ষতা এবং রূপ প্রদর্শনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এবারে মিস মেদিনীপুর এবং মি…

 




গ্রাম বাংলার সুন্দরী সুন্দরী মহিলাদের রূপের প্রতিযোগিতা

গত বছর থেকে শুরু হয়েছিল মিস মেদিনীপুর অত্যন্ত গ্রামের সুন্দরী মহিলারা তাদের প্রতিভা কর্মদক্ষতা এবং রূপ প্রদর্শনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এবারে মিস মেদিনীপুর এবং মিসেস বেঙ্গল অনুষ্ঠিত হতে চলেছে আগামী মার্চ মাস থেকে শুরু হবে তবে এবারের প্রতিযোগিতা প্রত্যন্ত গ্রাম বাংলার মহিলাদের অংশগ্রহণ করানোর জন্য মহকুমার স্তরে প্রথমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/xLpweYCkBdE


সেই সকল সফল প্রতিযোগীদের নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে।


বিজ্ঞাপন -

এই লিংকে প্রবেশ করে ফরম ফিলাপ করতে হবে।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfzN_87yxcxtxlgerQNRJuFs4ZOnIXgCiAp2rpC_9VcROryiQ/viewform?usp=sf_link

 আজ এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে সংস্থার কর্ণধার শ্রীমতি ডলি ভৌমিক জানান আমরা এ বছর -প্রত্যন্ত গ্রামের মহিলাদের অংশগ্রহণ করানোর জন্যই আমরা ব্লক স্তরের প্রতিযোগিতার আয়োজন করেছি।  তিনি আরো বলেন মেদিনীপুর জেলার অনেক প্রতিভা রয়েছে শিক্ষা-সংস্কৃতি ক্রীড়া জগতে কিন্তু মেদিনীপুর বললেই অন্যান্য জেলার মানুষ নাক ছিটকে নেয়। স্বাধীনতা পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সংগ্রামী স্বাধীনতা আন্দোলনের পট ভূমিকা নিয়ে। আর সেই মেদিনীপুর কে ঘৃণা করে তাই আমরা এই এলাকার  মহিলাদের নতুন জগতে প্রবেশ করতে পারে তার জন্যই মিস মেদিনীপুর নামেই এই প্রতিযোগিতা  হবে। তারই সাথে এই বছর মিস বেঙ্গল এই প্রতিযোগিতা আমরা অন্তর্ভুক্ত করেছি। ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়াতে।

পূর্ব মেদিনীপুরে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। কারা অংশ নিতে পারবেন? উদ্যোগতারা যেমনটা জানালেন দেখতে ভালো,পাঁচ ফুটের উপর লম্বা,  ভালো কথা বলার ধরন,নুনতম উচ্চমাধ্যমিক পাশ মেয়েরা "মিস মেদিনীপুর" প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তাদের তালিম দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে তারা "মিস মেদিনীপুর" থেকে " মিস ইন্ডিয়া" যেতে পারে।

 তিনি জানালেন ১৮ বছরের থেকে শুরু মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কোন এন্ট্রি ফি লাগবে না ।

No comments