Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যতীন্দ্র হাই স্কুলে ফুড ফেস্টিভাল

যতীন্দ্র হাই স্কুলে ফুড ফেস্টিভাল 
প্রয়াত দেবপ্রসাদ পাল, শক্তিপদ পাল ও দীনবন্ধু পাল মহোদয়ের পিতৃ দেব স্বর্গীয় যতীন্দ্রনাথ পাল মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে ভূমি দান করায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুল। …

 



যতীন্দ্র হাই স্কুলে ফুড ফেস্টিভাল 


প্রয়াত দেবপ্রসাদ পাল, শক্তিপদ পাল ও দীনবন্ধু পাল মহোদয়ের পিতৃ দেব স্বর্গীয় যতীন্দ্রনাথ পাল মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে ভূমি দান করায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় বাড় বাজিতপুর যতীন্দ্র হাই স্কুল। 

কালের সারণী বেয়ে আজ তা উন্নত হয়েছে জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয় পরবর্তীকালে উন্নীত হয়েছে উচ্চ মাধ্যমিক। বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশক্রমে বর্তমান বিদ্যালয়ে পালিত হলো স্টুডেন্ট উইক সেলেব্রেশন তাতে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স প্রদর্শনী, টি এল এম তৈরি, পোস্টার তৈরি ,বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠান। আজ ১০ই জানুয়ারি শুক্রবার স্কুলে ছাত্র-ছাত্রীদের দ্বারা ফুড ফেস্টিভেল আয়োজিত হয়। ছাত্রছাত্রীগণ স্বহস্তে বানানো বিভিন্ন দ্রব্য যেমন পিঠেপুলি , দুধ পুলি, পাটিসাপটা, কেক, ভেজ পকড়া চিকেন পকোড়া, চটপটি ইত্যাদি বিক্রি হয়। ফুড ফেস্টিভাল কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশক্রমেই ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি  পালন করলাম। ছাত্র-ছাত্রী এলাকার শুভানুধ্যায়ী, অভিভাবক ও অভিভাবিকা গন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলের উপস্থিতিতে আজকের এই ফুড ফেস্টিভেল সাধারণ  ছাত্রছাত্রী দের নজর কেড়েছে।

No comments