Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গাসাগর মেলার আগত পুর্নার্থী দের শুভেচ্ছা জানাতে উপস্থিত বিধায়ক

গঙ্গাসাগর মেলার আগত পুর্নার্থী দের শুভেচ্ছা জানাতে উপস্থিত বিধায়কগঙ্গাসাগর মেলা আগত সকল  পূর্ণার্থীদের জন্য গেঁওয়াখালী ফেরি ঘাটে গঙ্গাসাগর শুভেচ্ছা জানানোর জন্য ক্যাম্প তৈরি হয়েছে । গেঁওয়াখালি ফেরি ঘাটে আজ আনুষ্ঠানিকভাবে ভাবে…

 






গঙ্গাসাগর মেলার আগত পুর্নার্থী দের শুভেচ্ছা জানাতে উপস্থিত বিধায়ক

গঙ্গাসাগর মেলা আগত সকল  পূর্ণার্থীদের জন্য গেঁওয়াখালী ফেরি ঘাটে গঙ্গাসাগর শুভেচ্ছা জানানোর জন্য ক্যাম্প তৈরি হয়েছে । গেঁওয়াখালি ফেরি ঘাটে আজ আনুষ্ঠানিকভাবে ভাবে ক্যাম্পের উদ্বোধন করলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস, মহিষাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও বরুনাশিস সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন নাটশাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা সহ অন্যান্য পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ। পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেড়া জানান যারা গঙ্গাসাগরে যেতে পারেন না অনেকেই রয়েছেন গেঁওয়াখালী ফেরিঘাটে আসেন গঙ্গাস্থানের জন্য। তাদের নিরাপত্তা তাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য আমরা প্রত্যেক বছর এই ক্যাম্প করে থাকি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্প চালু হলো এবং কয়েকদিন ধরে যারা গঙ্গাসাগরে যাবেন এছাড়া যারা যেতে পারবেনা তারা এই ঘাটেই স্নান করেন সকল পুরন্যার্থীদের  শুভেচ্ছা জানানোর জন্য আমরা প্রস্তুত নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মহিষাদল পঞ্চায়েত সমিতি।

সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু সরকারের বিভিন্ন পরিকল্পনার জন্য এখন সকালে গিয়েই সন্ধ্যের মধ্যে ঘুরে আসা যায় গঙ্গাসাগর থেকে কপিলমুনি দর্শন করে। মেলা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন জায়গায় মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে কোনো রকমে গঙ্গাসাগর মেলায় গিয়ে কোন পূর্ণার্থী অসুবিধায় না পড়ে। মেলা চলবে পৌষ সংক্রান্তির শেষ স্নান  মধ্য দিয়ে। যদিও কুম্ভ মেলা শুরু হয়েছে এবারের পূর্ণ কুম্ভ ১৪৪ বছরের পূর্ণ কুম্ভ মেলা প্রয়াগে শুরু হয়েছে। কুম্ভ এবং গঙ্গাসাগর মেলায় পূরনার্থীরা বিভিন্ন জায়গা থেকে যাবে যদিও কুম্ভ মেলা, শিব রাত্রি পরের দিন  অমাবস্যা সেই দিন শাহী স্নান দিয়ে কুম্ভ মেলা সমাপ্তি ঘটবে কিন্তু চলবে প্রায় তিন মাস ধরে এই কুম্ভ মেলা।

No comments