Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা শিমুল বেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা সভা

সুতাহাটা শিমুল বেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা সভা
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার শিমূলবেড়‍্যা যোগেন্দ্র বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক সমর সিনহা ৩০ শে নভেম্বর২০২৪ শনিবার  তার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর…

 




সুতাহাটা শিমুল বেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা সভা


পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার শিমূলবেড়‍্যা যোগেন্দ্র বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক সমর সিনহা ৩০ শে নভেম্বর২০২৪ শনিবার  তার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিয়ে ছিলেন। আজ ৮ ই জানুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী সমন্বয়ে বিদায় সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায় সমর সিনহা  এক সময় চকদ্বীপা হাই স্কুলে দীর্ঘ ১৭ বছর সহশিক্ষকতা করে ২০০৫ সালে গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ‍্যাভবনে প্রধান শিক্ষক রূপে যোগ দেন। ওখানে প্রায় ৬ বছর সুনামের সঙ্গে কাজ করেন। ২০১১ সালে শিমূলবেড়‍্যা স্কুলে যোগ দিয়েছিলেন তিনি। তার কার্যকালে বিদ‍্যালয়ে প্রভূত উন্নতি ঘটে। যেমন, অডিটোরিয়াম, লাইব্রেরি, ল‍্যাবরেটরি,মিড ডে মিলের ভোজনকক্ষ, জিমনাসিয়াম,সৌরবিদ‍্যুৎ, কম্পিউটার ল‍্যাব, অটল ল‍্যাব, হোস্টেল সংস্কার, প্রাচীর নির্মান, ছাত্রীদের শৌচাগার সংস্কার ও ভেন্ডিঙ মেসিন লাগানো, বৃত্তিমূলক বিভাগের শেড তৈরি ইত‍্যাদি বহু কাজ হয়েছে। উচ্চ মাধ‍্যমিক বিভাগে শারীরশিক্ষা, পরিবেশ বিদ‍্যা, সমাজবিদ‍্যা, কম্পিউটার এপ্লিকেশন ও মিউজিক বিষয়গুলি যুক্ত হয়েছে। এই বিষয়গুলির অন্তর্ভুক্তিতে ছাত্রছাত্রীরা  তাদের পছন্দমত বিষয় পড়ার সুযোগ পেয়েছে। বিদ‍্যালয়ে সংস্কৃতিচর্চা ও খেলাধূলার প্রসার ঘটেছে।আজ বিদায়বেলায় বিভিন্ন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা তাকে সম্মাননা জ্ঞাপন করেন। বিদ‍্যালয়ের সব শিক্ষক শিক্ষিকারা ফুলের তোড়া, উপহার ও বক্তব‍্যের মাধ‍্যমে তাকে শ্রদ্ধা জানান। বারে বারে তার অভাব অনুভূতির কথা জানান। সমরবাবু আবেগমথিত কন্ঠে তার দীর্ঘ কর্মজীবন ও এই বিদ‍্যালয়ের অভিজ্ঞতা তুলে ধরেন। সবশেষে উভয় পক্ষের চোখের জলে এই বিদায়  সম্বর্ধনা সভার পরিসমাপ্তি ঘটে। উপস্থিত সকলেই সমর বাবুর সুস্থ্য ও শতায়ু কামনা করেন।

No comments