সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র প্রদান হলদিয়ার জনক সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর হলদিয়া এলাকার দুস্থ অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান করা হয় ,এছাড়া দুস্থ ম…
সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র প্রদান
হলদিয়ার জনক সতীশ সামন্ত চ্যারিটিবল ট্রাস্টের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর হলদিয়া এলাকার দুস্থ অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান করা হয় ,এছাড়া দুস্থ মানুষদের চোখের আলো কর্মসূচিতে চক্ষু পরীক্ষা শিবি র ছানি কাটানো এবং বিনা ব্যয় চশমা দেওয়ার ব্যবস্থা করা হয় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কারখানার আধিকারিক বৃন্দ। সভাপতিত্ব করেন সতীশ সামন্ত চারিটিবল ট্রাস্টের সম্পাদক মিলন মন্ডল।
।
No comments