কুকুরের কামড়- দিলীপ কুমার পাত্র থাকতে ভালো সাবধানে যে পথের কুকুর থেকে কয়েকটা দিন ওই কুকুরকে রাখতে হবে দেখে। কামড় যদি দিয়েই থাকে …
কুকুরের কামড়-
দিলীপ কুমার পাত্র
থাকতে ভালো সাবধানে যে
পথের কুকুর থেকে
কয়েকটা দিন ওই কুকুরকে
রাখতে হবে দেখে।
কামড় যদি দিয়েই থাকে
ধোবে সাবান জলে
মালিশ করা নয় উচিত
অনেকেই সেটা বলে।
ক্ষতস্থান ও ঢাকা নয়
রাখতে হবে খোলা
ইঞ্জেকশন নিতে কেউ
কর না জল ঘোলা ।
পাগলা কুকুরে জলাতঙ্ক
প্রতিষেধক আগে
রেবিস ভাইরাস এতেই বুঝি
এমনি করেই ভাগে।
প্রাথমিক চিকিৎসা সময় মতো
দিতে হবে মেনে
হাসপাতালে দ্রুত যাওয়া
রাখতে হবে জেনে।
-------------------
No comments