Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের উদ্বোধন মঞ্চে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের উদ্বোধন মঞ্চে আলোকিত করলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/dZr18R_Gzek
শিল্প ও শিক্ষার প্রসারের সাথে সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব …

 



      ২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের উদ্বোধন মঞ্চে আলোকিত করলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/dZr18R_Gzek


শিল্প ও শিক্ষার প্রসারের সাথে সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম। প্রয়াত কবি সাহিত্যিক প্রাবন্ধিক রাজনৈতিক ব্যক্তিত্ব পৌর প্রশাসক এবং সাপ্তাহিক আপনজন পত্রিকার সম্পাদিকা তমালিকা পণ্ডা শেঠের  উদ্যোগেই শুরু হয়েছিল বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব। যার প্রধান পৃষ্ঠপোষক ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ। প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠ স্মৃতি বিজড়িত বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব। আজ থেকে শুরু হলো বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব চলবে ১৯ শে জানুয়ারি পর্যন্ত হলদিয়ার নলেজ সিটি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সাহিত্যচর্চা আসর। গাছে জল ঢেলে উৎসবের শুভ সূচনা করেন প্রাক্তন সাংসদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ। উত্তম মঞ্চে আলোকিত করে ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, ছিলেন মানসী দে শেঠ, অতিথিবর্গদের উষ্ণঅবর্ধনা বরণ করে নেন হলদিয়া আই কেয়ার কালচারাল চেয়ারম্যান স্পর্শিতা পণ্ডা শেঠ।উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলী শ্যামল কান্তি দাস, নলিনী বেরা, সংস্থার সম্পাদক আসিস লাহিড়ী, পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরী, সংস্থার অন্যতম কর্ণধার সুদীপ্তন শেঠ, সায়ন্তন শেঠ, স্পর্শিতা পণ্ডা শেঠ প্রমূখ। উৎসব মঞ্চে নেতা থেকে অভিনেত্রী হওয়ার গল্প শোনালেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকে কিভাবে তিনি ছোটবেলা থেকে কি কি হতে চেয়েছিলেন তা ব্যক্ত করলেন। উৎসব প্রাঙ্গনে সারা ভারতবর্ষের প্রায় চারশত কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার উপস্থিত হয়েছেন। প্রয়াত কবি সাহিত্যিক রাজনৈতিক নেতৃত্ব প্রয়াত তমালিকা পন্ডাশেঠের উদ্যোগেই শুরু হয়েছিল এই উৎসব। সেই উৎসবে ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রাক্তন সাংসদ হলদিয়া আই কেয়ার সভাপতি সম্পাদক এবং সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকা পরিবার বর্গ।১৭ ই জানুয়ারি বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধনীর পর্বে প্রয়াত কবি সংগঠক বিধায়ক পৌর প্রশাসক তমালিকা পন্ডা শেঠ নামাঙ্কিত স্পেশাল ইন্ডিয়ান পোস্টাল কভার প্রকাশিত হয়। যার উদ্বোধন করবেন ঋজু গাঙ্গুলী পোস্টমাস্টার জেনারেল । প্রাক্তন সাংসদ লক্ষ্মণ চন্দ্র শেঠ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন আলোচনা সভা।

মানসী দে শেঠ বলেন ১৭ই জানুয়ারি  তমালিকা পণ্ডাশেঠ স্মারক বক্তৃতা বিষয় রবীন্দ্রনাথ ও কাদম্বরী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী রঞ্জন বন্দোপাধ্যায় সাহিত্যিক ও প্রাবন্ধিক। ১৮ই জানুয়ারি বিষয়ে আই কেয়ার পশ্চিমবঙ্গ শিক্ষা ক্ষেত্রে তার অবদান বক্তা আই কেয়ারের চেয়ারম্যান এবং সম্পাদক যথা ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ ও আশীষ লাহিড়ী। ১৯শে জানুয়ারি ভারতীয় সংবিধানে সংরক্ষণ নীতি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জহর সরকার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন সিইও প্রসার ভারতী এবং ডাঃ কুনাল সরকার সঞ্চালনা করবেন ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ প্রাক্তন সাংসদ এবং সাহিত্য ও সংস্কৃত উৎসবে প্রধান পৃষ্ঠপোষক। এছাড়াও প্রত্যেকদিন থাকছে  সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।


    

No comments