Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক রাজ ময়দানে ১১ দিনের খাদিমেলার উদ্বোধন

তমলুক রাজ ময়দানে ১১ দিনের খাদিমেলার উদ্বোধন 
দেড় কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে ১১ দিনের খাদিমেলায়, উদ্বোধনের দিন জানালেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের জেলা আধিকারিক প্রকাশ বাগপূর্ব মেদিনীপুর জেলাতে মুখ্যমন্ত্র…

 

তমলুক রাজ ময়দানে ১১ দিনের খাদিমেলার উদ্বোধন 


দেড় কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে ১১ দিনের খাদিমেলায়, উদ্বোধনের দিন জানালেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের জেলা আধিকারিক প্রকাশ বাগ

পূর্ব মেদিনীপুর জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের রাজ ময়দানে। ১৭ জানুয়ারি থেকে শুরু হলো খাদি মেলা, চলবে ২৭ শে জানুয়ারি পর্যন্ত। মেলায় খাদির স্টল, ভি আই ইন্ডাস্ট্রির স্টল, আচার, মধু, শীতলপাটি, ঢেঁকির পিঠে, সহ নানান ধরনের সামগ্রী। এই মেলায় এ বছর তৃতীয় বর্ষের মেলা, ১১ দিন ধরে চলবে এই মেলা।  দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্টল। শুধু রাজ্য নয় ভিন রাজ্য থেকেও নানান সামগ্রী নিয়ে স্টল রয়েছে এই মেলায়। 

মেলায় স্টলের পাশাপাশি প্রতিদিনই থাকছে আদিবাসী নৃত্য,বাউল গান, ঝুমুর গান, ছৌ নাচ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোক খাঁ, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ একাধিক বিধায়ক ও জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। 

প্রথম বছর এই মেলা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে সেখানে বিক্রি হয়েছিল প্রায় ৩৪ লক্ষ টাকা, দ্বিতীয় বছর মেলা হয়েছিল তমলুকের রাজ ময়দানে সে বছর বিক্রির পরিমাণ ছিল প্রায় ৮৮ লক্ষ টাকা, আবারো তৃতীয় বর্ষে আয়োজন করা হয়েছে তমলুক রাজবাড়ী ময়দানে। এই বছর মেলায় বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় দেড় কোটি টাকা এমনটাই জানান পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদের জেলা আধিকারিক প্রকাশ বাগ।

No comments