দীঘা মোহনার গ্রোয়িং বাঁধের কাছে ট্রলার ডুবি!অল্পের জন্য রক্ষা পেলেন মৎস্যজীবী
আবারো ট্রলারডুবির ঘটনা ঘটলো দীঘা মোহনার কাছে। মোহনার গ্রোয়িং বাঁধ এলাকা থেকে মৎস্য শিকারে যাওয়ার জন্য পাড়ের কাছেই দুর্ঘটনার কবরে পড়ে ট্রলারটি। কোন…
দীঘা মোহনার গ্রোয়িং বাঁধের কাছে ট্রলার ডুবি!অল্পের জন্য রক্ষা পেলেন মৎস্যজীবী
আবারো ট্রলারডুবির ঘটনা ঘটলো দীঘা মোহনার কাছে। মোহনার গ্রোয়িং বাঁধ এলাকা থেকে মৎস্য শিকারে যাওয়ার জন্য পাড়ের কাছেই দুর্ঘটনার কবরে পড়ে ট্রলারটি। কোনরকমে প্রাণে বেঁচেছেন মৎস্যজীবীরা। ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে জল ঢুকে যায়। দিঘা মোহনার কাছেই সমুদ্রে ট্রলার ডুবি। অল্পের জন্য রক্ষা পেলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন বোটের কর্মীরা। ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ট্রলারে জল ঢুকে যাওয়ায় এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যেক মৎস্যজীবী সাঁতার কেটে পার হয়েছেন। কি কারণেই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রলারের নাম সানভি বলে জানা গেছে।গত বছর জুলাই মাসে দিঘা মোহনা থেকে আড়াই কিলোমিটার দূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির ১৮ জন অন্য ট্রলারে চেপে, সাঁতরে প্রাণ বাঁচান। প্রতি বছরই বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটি দুর্ঘটনা কবলে পড়ে। কোটি-কোটি টাকার সম্পদ নষ্ট হয়। অভিযোগ, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার বার ড্রেজিংয়ের কথা বলা হলেও কাজের কাজ হয়নি।
No comments