শিল্প শহর হলদিয়ায় উদ্ধার হল হরিয়াল পাখি!
পাখিটি লাজুক বৃক্ষবাসী রূপসী পাখির নাম হরিয়াল একসময় হলদিয়ার বিভিন্ন জায়গায় দেখা যেত হলুদ বেগুনি আর কমলা রঙের বাহারি হরিয়াল পাখিগুলো দল বেঁধে গ্রামের বিভিন্ন গাছে ডালে পাতার ফাঁকে ব…
শিল্প শহর হলদিয়ায় উদ্ধার হল হরিয়াল পাখি!
পাখিটি লাজুক বৃক্ষবাসী রূপসী পাখির নাম হরিয়াল একসময় হলদিয়ার বিভিন্ন জায়গায় দেখা যেত হলুদ বেগুনি আর কমলা রঙের বাহারি হরিয়াল পাখিগুলো দল বেঁধে গ্রামের বিভিন্ন গাছে ডালে পাতার ফাঁকে বসত এখন হারিয়ে যাওয়ার পথে হরিয়াল পাখি।
শিল্প শহর হলদিয়া সবজি বাগানে জালে জড়িয়ে ধরা পড়লো হরিয়াল পাখি। পাখির প্রিয় খাদ্য বট গাছের লাল ফল এই হরিয়াল পাখি। আজ ১০ জানুয়ারি শুক্রবার সবজি বাগান থেকে উদ্ধার হল হরিয়াল পাখি।
এই পাখির ইংরেজি নাম 'গ্রিন পিজন' এবং বৈজ্ঞানিক নাম "ট্রেরন"।
হলদিয়া দেভোগ গ্ৰামের দিব্যেন্দু প্রধান এর বাড়ির বাগানে ঘেরা জালে আটকিয়ে পড়ে হরিয়াল (ইং নাম Treron)পাখি।তাকে উদ্ধার করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহ সভাপতি স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটী ও কোষাধ্যক্ষ অনুপম কুমার পাঁজা, প্রথমে সুতাহাটায় প্রানী চিকিৎসকের পরামর্শে রাখা হয়েছে ঔষধ দিয়ে একটু সুস্থ হলে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে হরিয়াল পাখি টিকে। এই পাখি প্রায় বিলুপ্তির পথে তবে এই পাখি উদ্ধার হওয়ার পর দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমায়।
No comments