Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২০০ কেজি ওজনের বিশাল আকার শঙ্কর মাছ উঠলো হলদিয়ায়

২০০ কেজি ওজনের বিশাল আকার শঙ্কর মাছ উঠলো হলদিয়ায়
হলদি এবং হুগলি নদীর মোহনা ১০ ই জানুয়ারি শুক্রবার ভোরে নদীর মোহনায় এক মৎস্যজীবীর জালে উঠে এল দৈত্যাকৃতি একটি শঙ্কর মাছ। তার ওজন প্রায় ২০০ কেজি! সাত সকালে প্রথমে মাছটিকে দেখতে ভিড…

 


২০০ কেজি ওজনের বিশাল আকার শঙ্কর মাছ উঠলো হলদিয়ায়


হলদি এবং হুগলি নদীর মোহনা ১০ ই জানুয়ারি শুক্রবার ভোরে নদীর মোহনায় এক মৎস্যজীবীর জালে উঠে এল দৈত্যাকৃতি একটি শঙ্কর মাছ। তার ওজন প্রায় ২০০ কেজি! সাত সকালে প্রথমে মাছটিকে দেখতে ভিড় জমান পথচলতি বহু মানুষ।এরপর মাছটি স্থানীয় দুর্গাচক বাজারে ভগবতী মৎস্য আড়ৎ-এ প্রায় ৪৭ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়ার পাতিখালি এলাকার বাসিন্দা মতিলাল হাজরা সহ বেশ কয়েকজন মৎস্যজীবী বৃহস্পতিবার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার ১০ ই জানুয়ারি ভোরে তাঁদের জালে উঠে আসে বিশালাকার এই মাছ।মৎস্যজীবী মতিলাল হাজরা বলেন, শঙ্কর মাছ এমনিতেই খুব কম পাওয়া যায়। এত দিন যা পেয়েছি সব ছোট ছোট। এত বড় শঙ্কর মাছ আগে কখনও জালে ওঠেনি।

No comments