প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার ২৬ শে ডিসেম্বর সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। জানা যায়, তাঁকে সরাসরি দিল্লি এইমসের…
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার ২৬ শে ডিসেম্বর সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। জানা যায়, তাঁকে সরাসরি দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। বেশ কিছু রিপোর্ট দাবি করে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এরপরই আসে এই দুঃসংবাদ। রাত ন'টা ১৫ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর জন্ম। তাঁর পরিবার ১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতে চলে আসে। উচ্চ শিক্ষায় তিনি পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ডে। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর, সিং ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন। পরবর্তীকালে তিনি তার আমলাতান্ত্রিক কর্মজীবন শুরু করেন যখন ললিত নারায়ণ মিশ্র তাঁকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।
জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯৩২
গাহে, পশ্চিম পাকিস্তান
মৃত্যুঃ ২৬ ডিসেম্বর ২০২৪
দিল্লি
No comments