Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত রাজবাড়ীর মন্দিরে তিন দিনের আন্তর্জাতিক সেমিনার, উপস্থিত দেশ-বিদেশের অতিথিরা!

তাম্রলিপ্ত রাজবাড়ীর মন্দিরে তিন দিনের আন্তর্জাতিক সেমিনার, উপস্থিত দেশ-বিদেশের অতিথিরা!
তমলুকঃ তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ।সেই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বুধবার  থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ একাধি…

 


তাম্রলিপ্ত রাজবাড়ীর মন্দিরে তিন দিনের আন্তর্জাতিক সেমিনার, উপস্থিত দেশ-বিদেশের অতিথিরা!


তমলুকঃ তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ।সেই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বুধবার  থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জাপান সহ একাধিক দেশের অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন ও বুদ্ধমূর্তির মাল্যদান এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক স্তরের সেমিনারের আয়োজন করা হয়।  বৃহস্পতিবার ছিল প্রথমদিন, চলবে আগামী দুদিন ধরে। আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন। একদিকে যেমন উপস্থিত ছিলেন দেশ বিদেশের অতিথিরা তেমনি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজের ছাত্র-ছাত্রীরা। 

তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলম্বী মানুষজন এসেছেন। শহরের বহু অতীত কাহিনী রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক মানের সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রাচীন ইতিহাস তুলে ধরতে আমাদের এই প্রয়াস। এখানে অতিথিদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজের ছাত্রছাত্রীরা তিন দিন ধরে উপস্থিত থাকবে।

আমাদের যে এক সময় অধিপত্য ছিল বিশ্বজুড়ে সেই ইতিহাস আমরা দিন দিন ভুলে যাচ্ছি তাই এই ধরনের আন্তর্জাতিক সেমিনার তমলুকের বুকে হওয়া খুবই গুরুত্ব রয়েছে এমনটাই জানান রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।

No comments