শিল্প শহরে স্কুল ছাত্রী ছুরিকাহত
টাউনশিপ থেকে পড়ে বাড়ি ফেরার পথে ডিএম কোচ বাউন্ডারি ওয়ালের রাস্তার ধারেই ফাঁকা জায়গায় মোটরসাইকেলে করে দুজন অজ্ঞাত পরিচয়, পিছন দিক থেকে এসে মেয়েটিকে ছুরি মারে মেয়েটি চিৎকার করলে মোটরসাইকেল …
শিল্প শহরে স্কুল ছাত্রী ছুরিকাহত
টাউনশিপ থেকে পড়ে বাড়ি ফেরার পথে ডিএম কোচ বাউন্ডারি ওয়ালের রাস্তার ধারেই ফাঁকা জায়গায় মোটরসাইকেলে করে দুজন অজ্ঞাত পরিচয়, পিছন দিক থেকে এসে মেয়েটিকে ছুরি মারে মেয়েটি চিৎকার করলে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। এলাকার মানুষ চিৎকার শুনে ছুটে আসে এবং বাড়িতে খবর দেয়। তৎক্ষণাৎ মেয়েটিকে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। ফাঁকা জায়গায় এর আগেও অনেক মোবাইল এবং মানুষকে এভাবেই আহত করেছেন বলেই বিশেষ সূত্রে জানা যায়।
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ড হাতিবেড়্যা গ্রামের বাড়ি বয়স প্রায় ১৭, বাবার নাম সনা রানা।
বিসিরায় হাসপাতালে তার পরিবারের লোকেরা নিয়ে গেলে জানা যায় প্রায় ২-৩ ইঞ্চির মত ডানদিকে পেটের ছুটিতে বসে গেছে। যদিও শীতের পোশাক থাকার জন্য অনেকটা কম আহত হয়েছে বলে চিকিৎসকরা বললেন। সিটি স্ক্যান করা হয়েছে জটিল ধরা পড়েছে। ইতিমধ্যে ভবানীপুর থানা এবং হলদিয়া থানার পুলিশ তদন্ত করার জন্য মেয়েটির সঙ্গে কথা বলেছেন এবং বিসিরায় রায় হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। তদন্ত নেমেছেন দুই থানার পুলিশ আধিকারিকগণ।
No comments