ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়ায় শুরু হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ থেকে শুরু হলো হলদিয়া ডক ইনস্টিটিউট এর তিন দিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন বন্দরের জেনারেল ম্যানে…
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়ায় শুরু হল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান
আজ থেকে শুরু হলো হলদিয়া ডক ইনস্টিটিউট এর তিন দিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্বোধন করেন বন্দরের জেনারেল ম্যানেজার ( এম এন্ড এস ) প্রবীণ কুমার দাস। উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক বিবেকানন্দ শেঠ ও সংস্কৃত সম্পাদক সুকুমার মিস্ত্রি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। তিনদিনের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কলকাতা ও হলদিয়ার জনপ্রিয় শিল্পীরা। ১৪ ও ১৫ ডিসেম্বর মঞ্চস্থ হবে দুটি জনপ্রিয় যাত্রাপালা নিউ রাজনীতি অপেরার "স্বপ্নে দেখা রাজপুত্র" ও প্রভাস অপেরার "রাজবেশে ভিখারী সম্রাট"।
No comments