Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম মেলা প্রাঙ্গনে প্রয়াত স্বপন নস্করের দ্বিতীয় বছরে স্মরণসভা

ক্ষুদিরাম মেলা প্রাঙ্গনে প্রয়াত স্বপন নস্করের দ্বিতীয় বছরে স্মরণসভাপূর্ব মেদনীপুর জেলার হলদিয়া বাসুদেবপুর গ্রামে ৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ক্ষুদিরাম মেলা। সেই মেলা ৩২ তম বর্ষে পদার্পণ করেছে। মেলা চলাকালীন গতবছর মেলার প্রত…

 




ক্ষুদিরাম মেলা প্রাঙ্গনে প্রয়াত স্বপন নস্করের দ্বিতীয় বছরে স্মরণসভা

পূর্ব মেদনীপুর জেলার হলদিয়া বাসুদেবপুর গ্রামে ৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ক্ষুদিরাম মেলা। সেই মেলা ৩২ তম বর্ষে পদার্পণ করেছে। মেলা চলাকালীন গতবছর মেলার প্রতিষ্ঠাতা স্বপ্ন নস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন । সেই দিনটিকে স্মরণ করেই মেলা কমিটি স্বপন বাবুর হাতে তৈরি মাদার ফাউন্ডেশন এবং সকল শুভানুধ্যায়ের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখে প্রয়াত স্বপন নস্করের স্মরণসভা  অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ক্ষুদিরাম জন্ম উৎসব কমিটি সভানেত্রী মায়া নস্কর, যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক, স্বপন দাস (জহর) মেলা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ নস্কর উপস্থিত ছিলেন স্বপন বাবুর পুত্র দেবাশীষ নস্কর মঞ্চে স্মৃতিচারণ করেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল বিশিষ্ট সমাজসেবী সত্য শংকর সাহু পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজিজুল রহমান, জয়ন্তী রায় দণ্ড পাঠ, মেলা কমিটির অন্যতম সদস্য  হলদিয়া গভমেন্ট বিবেকানন্দ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস সভায় সঞ্চালনা করেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক। স্বপন বাবুর স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে  ক্ষুদিরাম  মেলাকে চালিয়ে নিয়ে যাবার অঙ্গীকারবদ্ধ হলেন।

No comments