Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম মেলায় মিষ্টি বৌদির পকোড়া

ক্ষুদিরাম মেলায় পূর্ণিমা বৌদির পকোড়াক্ষুদিরাম মেলায় মিষ্টি বৌদির মিষ্টি হাতের পকোড়া তা সকালের নজর গেড়েছে।  গরম গরম সদ্য পকোড়া ভেজে পরিবেশন করা যা মেলার অন্য জায়গাতে গরম পকোড়া হয়তো পাবেন না ।কিন্তু  বৌদিকে যেমন দেখতে তেমন…

 


ক্ষুদিরাম মেলায় পূর্ণিমা বৌদির পকোড়া

ক্ষুদিরাম মেলায় মিষ্টি বৌদির মিষ্টি হাতের পকোড়া তা সকালের নজর গেড়েছে।  গরম গরম সদ্য পকোড়া ভেজে পরিবেশন করা যা মেলার অন্য জায়গাতে গরম পকোড়া হয়তো পাবেন না ।কিন্তু  বৌদিকে যেমন দেখতে তেমন মিষ্টি হাসি মিষ্টি ব্যবহার  মিষ্টি হাতে তৈরি ঝাল মিষ্টি টক পকোড়া, নিজে খান বাড়ির জন্য নিয়ে যান গরম গরম পডকোড়া কিন্তু মিষ্টি বৌদির মিষ্টি হাসি  এখন সকলের মন কেড়েছে। ক্ষুদিরাম মেলা এলেই গরম পকোড়া না খেলে  ভালো লাগেনা তাই সকলকে আসতেই হবে ক্ষুদিরাম মেলা প্রবেশ মুখেই পূর্ণিমা বৌদি পকোড়া দোকান। শুধু মেলা নয় সারা বছর ধরে হাজড়া মোড় কালীমন্দিরের পাশেই পকোড়া, ঘুগনিমুড়ি চপ, বেগুন,তিনি বিক্রি করেন তাই মিষ্টি বৌদির মিষ্টি হাসি সকলের মন জয় করেছে।

No comments