বেঙ্গল চেম্বার অফ কমার্সে উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ে সেমিনার শিল্প শহর হলদিয়ায় দিন দিন বাড়ছে দূষণের মাত্রা স্বীকার করছেন পরিবেশ দপ্তর। আন্দোলনে নেমেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শিল্প শহরে বিভিন্ন কারখানার বজ্র পদার্থ বিভি…
বেঙ্গল চেম্বার অফ কমার্সে উদ্যোগে পরিবেশ সুরক্ষা বিষয়ে সেমিনার
শিল্প শহর হলদিয়ায় দিন দিন বাড়ছে দূষণের মাত্রা স্বীকার করছেন পরিবেশ দপ্তর। আন্দোলনে নেমেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শিল্প শহরে বিভিন্ন কারখানার বজ্র পদার্থ বিভিন্ন জায়গায় পড়ে থাকার জন্য দূষণের মাত্রা বাড়ছে। গোকুল, আদানি, রেনুকা সুগার মিল এছাড়াও বিভিন্ন কারখানার বজ্র পদার্থ বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এছাড়া হলদিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি পুকুরে পানা ভর্তি এলাকার আবর্জনা জল সেই পুকুরে পড়ে সেই জলেই বিভিন্ন দোকানের বাসন এবং চা দোকানে চা তৈরি হচ্ছে । সেই জল ব্যবহার করছে এলাকার মানুষ। দূষণের ফলে এলাকার মানুষ আকৃষ্ট হয়ে পড়ছে। সে জন্যই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আজ হলদিয়া পৌরসভায় লিখিত অভিযোগ জানালেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সভাপতি এবং জেলা নেতৃত্ববৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির অন্যতম নেতৃত্ব নকুল চন্দ্র ঘাঁটি তিনি দাবি করলেন প্রশাসনের উদাসীনতার জন্যই বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে রয়েছে। তার জন্যই দূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। দূষণ বাড়ছে একথা স্বীকার করে নিলেন দূষণ পর্ষদের আধিকারিক কি বললেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন দূষণ বাড়ছে সেজন্যই আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। ৯ নম্বর ওয়ার্ডে একটি পুকুরে যে আবর্জনা জল এলাকার মানুষ ব্যবহার করছে সেই পুকুরকে সংস্কার করার জন্য ইতিমধ্যে পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করছি ওই এলাকার পরিবেশ দূষণমুক্ত করতে। গোল্ডেন রিট্রিট হোটেলে বেঙ্গল অফ চেম্বার কমার্সের উদ্যোগে হলদিয়ার পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর সিও সুধীর কুন্থম, হলদিয়া এনার্জি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং প্ল্যান হেড সোমনাথ দত্ত, প্ল্যান হেড বরুন কুমার সারোগী, মিৎসুবিশি কারখানার প্ল্যান হেড অনন্তচরন মিশ্র এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া শিল্পাঞ্চল এলাকা আধিকারিকবৃন্দ।
No comments