Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের স্থায়ী জলনিকাশী সমস্যা সমাধানের দাবীতে পাঁশকুড়া সেচ দপ্তরে জলবন্দীদের বিক্ষোভ

কোলাঘাট ব্লকের স্থায়ী জলনিকাশী সমস্যা সমাধানের দাবীতে পাঁশকুড়া সেচ দপ্তরে জলবন্দীদের বিক্ষোভ
          অবিলম্বে কোলাঘাট ব্লকের দেহাটি,দেনান,গাজই সহ সমস্ত নিকাশী খালগুলি পূর্ণ সংস্কার,কংসাবতী নদীর ভেঙে যাওয়া নদীবাঁধ দ্রুত পাকাপোক…

 




কোলাঘাট ব্লকের স্থায়ী জলনিকাশী সমস্যা সমাধানের দাবীতে পাঁশকুড়া সেচ দপ্তরে জলবন্দীদের বিক্ষোভ


          অবিলম্বে কোলাঘাট ব্লকের দেহাটি,দেনান,গাজই সহ সমস্ত নিকাশী খালগুলি পূর্ণ সংস্কার,কংসাবতী নদীর ভেঙে যাওয়া নদীবাঁধ দ্রুত পাকাপোক্তভাবে মেরামত সহ ময়না রামচন্দ্রপুর থেকে মাইশোরা পর্যন্ত অংশ আগামী বর্ষার পূর্বেই সংস্কার,অতি সত্বর দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ সহ ১০ দফা দাবীতে আজ দুই শতাধিক কৃষক পাঁশকুড়া সেচ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হন। কৃষক সংগ্রাম পরিষদের আহ্বানে ওই কর্মসূচি থেকে সেচ দপ্তরের পাঁশকুড়া-১ ও ২ সাব ডিভিশনের এস ডি ও'কে স্মারকলিপি দেন। বিক্ষোভকারীরা পাঁশকুড়া বাজার যাত্রী প্রতিক্ষালয় থেকে মিছিল করে সেচ দপ্তর অভিযান করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সভাপতি গোপাল সামন্ত,সহঃ সভাপতি কার্তিক হাজরা সহ পূর্ণ চন্ডী পাত্র, দিলীপ সামন্ত,অসিত সামন্ত,গোবিন্দ পড়িয়া প্রমুখ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মধুসূদন বেরা। এস ডি ও ইরিগেশন সুমিত দাস জানান,ভেঙে যাওয়া কাঁসাইয়ের নদীবাঁধ পূর্ণাঙ্গভাবে মেরামতের বিষয়ে ডি. পি. আর. করে পাঠানো হয়েছে। অর্থ মঞ্জুর ও টেন্ডার হলে কাজ শুরু হবে। এস ডি ও ইরিগেশন নাজেশ আফরোজ কোলাঘাটের বিডিও'র সাথে কথা বলে জানান,আপাতত এপ্রিল মাসের মধ্যে এই এলাকার কোন খাল সংস্কার হচ্ছে না। ফলস্বরূপ চাষীরা আগামী বোরো চাষ করতে পারবেন। 

            ডেপুটেশন শেষে নারায়ণবাবু বিক্ষোভ সভায় বলেন, আগামী বর্ষার পূর্বে নিকাশী খালগুলি সংস্কার করে 'দেনান-দেহাটি জল নিকাশী প্রকল্প' রূপায়িত না হলে এলাকার ভুক্তভোগী মানুষেরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। 


No comments