যীশু - দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)যোসেফ আর মেরি ভালোবসার ফেরি বিশ্বপিতা কে তুলে ধরি এসো বড়দিনে থাকবো না হীনে খুশিতে মাতামাতি করি। আছে যত পাপ করে দাও মাফ …
যীশু -
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
যোসেফ আর মেরি
ভালোবসার ফেরি
বিশ্বপিতা কে তুলে ধরি
এসো বড়দিনে
থাকবো না হীনে
খুশিতে মাতামাতি করি।
আছে যত পাপ
করে দাও মাফ
তুমি থেকো ছদ্মবেশে
ক্রুশে হলে গাঁথা
দিল যারা ব্যাথা
ফিরে এসো দেশে দেশে।
তুমি থেকো স্মরণে
প্রতিদিন বরণে
আমাদের পথ দেখাও
অশ্রু দিও মুছিয়ে
শঙ্কা দিও ঘুচিয়ে
সৎপথে থাকতে শেখাও।
চার্চে বাজে ঘন্টা
খুশিতে ভরে মনটা
মুখে তার ক্ষমা গাঁথা
ধ্যান করি আয়
নয়ন ভরে যায়
শ্রদ্ধায় নত মাথা।
-----------
No comments