মাস্টার অ্যাথলেটিক্স এ চ্যাম্পিয়ন হলেন ময়নার প্রশান্ত
উনচল্লিশ তম রাজ্য মাস্টার্স অ্যাথলিটিকস চ্যাম্পিয়ানশিপ দু'হাজার চব্বিশ হয় হুগলিতে। তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করল ময়নার প্রশান্ত পাত্র। চল্লিশ ঊর্ধ্ব বিভাগে তিনি …
মাস্টার অ্যাথলেটিক্স এ চ্যাম্পিয়ন হলেন ময়নার প্রশান্ত
উনচল্লিশ তম রাজ্য মাস্টার্স অ্যাথলিটিকস চ্যাম্পিয়ানশিপ দু'হাজার চব্বিশ হয় হুগলিতে। তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করল ময়নার প্রশান্ত পাত্র। চল্লিশ ঊর্ধ্ব বিভাগে তিনি সফল হয়েছেন। আটশো মিটার, পনেরোশো মিটার, এবং পাঁচ হাজার মিটার দৌড়ে তাঁর এই কৃতিত্ব।এর আগেও তাঁর ঝুলিতে বহু পুরস্কার এসেছে।
এই খেলা হয়েছিল হুগলি জেলার কোননগরে।
তাঁর এই সাফল্যে এলাকাবাসি খুশি। তিনি একজন প্রাক্তন সেনাকর্মী।দুদিন ধরে এই খেলার আসর চলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন।
No comments