Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবারও হুংকার, মুখ্যমন্ত্রীকে কম্পারমেন্টাল থেকে প্রাক্তন করার ডাক শুভেন্দুর

আবারও হুংকার,  মুখ্যমন্ত্রীকে কম্পারমেন্টাল থেকে প্রাক্তন করার ডাক শুভেন্দুর২০২১ শে নন্দীগ্রাম বিধানসভা থেকে পরাজিত করে কম্পামেন্টালে পাঠিয়েছিলাম। ২০২৬ প্রাক্তন করে দেবো। বুধবার মহিষাদল বিধানসভা এলাকার নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের ব…

 




আবারও হুংকার,  মুখ্যমন্ত্রীকে কম্পারমেন্টাল থেকে প্রাক্তন করার ডাক শুভেন্দুর

২০২১ শে নন্দীগ্রাম বিধানসভা থেকে পরাজিত করে কম্পামেন্টালে পাঠিয়েছিলাম। ২০২৬ প্রাক্তন করে দেবো। বুধবার মহিষাদল বিধানসভা এলাকার নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের বাঁশপুল এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপাই জন্মদিবস ও সুশাসন দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন জঙ্গি হামলা, বাংলাদেশের আক্রমণের বিষয় নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে তীব্র ধিক্কার জানান।তিনি এদিন বলেন,  জঙ্গি হামলার ঘটনা মনে করলে কয়েক মিনিটে ফিনিস করে দিতে পারি।

No comments