মিনি ম্যারাথন দৌড় শিল্পশহর হলদিয়া পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডে দেভোগ বায়তুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ৭ কিমি পুরুষদের মিনি ম্যারাথন রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/bxveFrXIxZ…
মিনি ম্যারাথন দৌড়
শিল্পশহর হলদিয়া পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডে দেভোগ বায়তুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ৭ কিমি পুরুষদের মিনি ম্যারাথন রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/bxveFrXIxZU
হলদিয়া বালুঘাটা থেকে সিটি সেন্টার পর্যন্ত এই ম্যারাথন রোড রেস প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন শতাধিক প্রতিযোগী। সমস্ত প্রতিযোগীদের শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা জানালেন হলদিয়া সফল ব্যবসায়ী উদ্যোগ পতি ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব প্রাক্তন ৩২২c ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মজাফফর , হলদিয়া বায়তুল মানব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মতিবুল রহমান বলেন আমরা প্রতিবছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করিয়া থাকি এছাড়া শরীর-মন সুস্থ রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২১শে ডিসেম্বর এবং ২২শে ডিসেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যদিও আকাশে মুখ ভার হালকা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করে মিনি ম্যারাথন রোড রেস প্রতিযোগিতায় সকল প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই।
No comments