Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পল্লীজ্যোতি পাঠাগারের ৫৬ তম বাৎসরিক অনুষ্ঠান শুরু

পল্লীজ্যোতি  পাঠাগারের ৫৬ তম বাৎসরিক মিলন উৎসব শুরু হয় ২০-২১ ডিসেম্বর দুদিনের ১৬ টি নকআউট ফুটবল প্রতিযোগিতা মধ্য দিয়ে। চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা রাজ্য পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান। আজ উৎসবের দ্বিতীয় দিন ২১শে…

 



পল্লীজ্যোতি  পাঠাগারের ৫৬ তম বাৎসরিক মিলন উৎসব শুরু হয় ২০-২১ ডিসেম্বর দুদিনের ১৬ টি নকআউট ফুটবল প্রতিযোগিতা মধ্য দিয়ে। চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা রাজ্য পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান। আজ উৎসবের দ্বিতীয় দিন ২১শে ডিসেম্বর সকাল থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ফুটবল খেলা শুরু হয়। মেঘলা আকাশ সামান্য বৃষ্টি শুরু হয় তা সত্ত্বেও দর্শক ছিল পরিপূর্ণ  সকলেই উপভোগ করার জন্য ফুটবল খেলা ভাই উৎসব। তাই বাংলার বাঙালির হৃদয়ের যে ফুটবল আবার প্রমাণিত করল কুকড়াহাটি পল্লীজ্যোতি পাঠাগার। তাদের ৫৬ তম মিলন উৎসবের শুভ সূচনা ফুটবল খেলা দিয়ে। চ্যাম্পিয়ন হলেন বিএমডব্লুবি এবং রানার হলেন মা গীতা চ্যাম্পিয়ন। যিনি চ্যাম্পিয়ন  হলেন তিনি পেলেন এক লক্ষ টাকা পুরস্কার এবং রানার  হলেন পুরস্কার পেলেন আশি হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সম্পাদক এবং বিভিন্ন ক্রীড়াবিদ ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান শুভঙ্কর হালদার। তিনি বলেন এলাকায় সুস্থ পরিবেশ রাখতে নতুন প্রজন্মকে মোবাইল থেকে দূরে থাকতে খেলার মাঠ খুবই প্রয়োজন তাই সকলকে মাঠ মুখি হতে হবে এই বার্তা দিলেন।


No comments