বড় খবর হলদিয়া জাতীয় সড়কের উপর ভোজ্য তেল ভর্তি গাড়ি উল্টে গেল গুরুতর জখম -২শিল্প শহর হলদিয়ায় অনেকগুলি ভোজ্য তেলের কারখানা রয়েছে, ভোজ্য তেলের কারখানা থেকে বিভিন্ন সময় গাড়ি আমদানি - রপ্তানি করার জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দেয…
বড় খবর হলদিয়া জাতীয় সড়কের উপর ভোজ্য তেল ভর্তি গাড়ি উল্টে গেল গুরুতর জখম -২
শিল্প শহর হলদিয়ায় অনেকগুলি ভোজ্য তেলের কারখানা রয়েছে, ভোজ্য তেলের কারখানা থেকে বিভিন্ন সময় গাড়ি আমদানি - রপ্তানি করার জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দেয়। ২১শে ডিসেম্বর সকাল থেকেই হালকা বৃষ্টি ওয়েদার খুবই খারাপ ছিল। হলদিয়া থেকে একটি ভোজ্য তেল কারখানার ভোজ্য তেল বোঝাই লরি ভবানীপুর থানার কাছাকাছি আসতেই নিরন্তন হারিয়ে গাড়িটি উল্টে যায়। রাস্তায় এবং জলাশয় মিশে যায় ভোজ্য তেল। এলাকার মানুষ ছুটে আসে তেল গুড়ানোর জন্য। তৎক্ষণাৎ ভবানীপুর থানার পুলিশ সেই এলাকাটি ঘেরে নেয় এবং ভোজ্য তেল কারখানার আধিকারিকদের জানিয়েছেন বলে জানা যায়। রাতেই গাড়িটিকে তোলা হয় বলে সূত্রের খবর। গাড়ির ড্রাইভার এবং হেল্পার দুজনেই আহত তাদেরকে স্থানীয় মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments