মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ করলেন সৌরাংশু মুখোপাধ্যায় । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি । মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছে…
মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ করলেন সৌরাংশু মুখোপাধ্যায় । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি । মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন । এখন বিশ্ববিদ্যালয় প্রথম পঠন হয় মহিষাদল রাজ কলেজে । বাংলা,ইংরেজি, ইতিহাস এবং গণিত চারটি বিষয়ে পড়াশোনা হয় । কাজের শুরুতেই তিনি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের বিষয়টিতে বিশেষ জোর দিয়েছেন । সেই সঙ্গে বেশ কিছু নতুন কোর্স চালু করতেও উদ্যোগী হয়েছেন । তিনি বলেন,"মহিষাদল রাজ কলেজে স্বল্প পরিসরে এখন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের কাজ চলছে । আমরা স্থানীয় কাপাসএড়্যায় যে জমি পেয়েছি, সেখানে বিল্ডিং তৈরির কাজ করতে চাই । ইতিমধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথাবার্তা হয়েছে । যাতে আরো টাকা এনে কাজ করা যায় সেই চেষ্টা করা হচ্ছে । রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে । এখন চারটি বিষয়ে পড়াশোনা চলছে । মডার্ন সাবজেক্ট হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, ট্যুরিজম ইত্যাদি বিষয় চালু করার পরিকল্পনা রয়েছে ।" রাজ্য সরকারের তরফে ১৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য । ইতিমধ্যে ২০ কোটি টাকা খরচ হয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ জায়গাটির সীমানা প্রাচীর তৈরির কাজে । আগামী প্রথম দফায় ৭০ কোটি টাকা এনে বিল্ডিং নির্মাণের কাজ করা হবে বলে নতুন উপাচার্য জানিয়েছেন
No comments