১৭ কোটি ৭০ লাখ টাকায় এইচডিএ মেগা সৌর বিদ্যুৎ প্রকল্প রুপায়নে বিশেষ জোর দিয়েছে সূর্যের আলো থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ,যা দিয়ে চলবে গেঁওখালি জল সরবরাহ প্রকল্প । বিদ্যুতের খরচ বাঁচাতে এমনই অচিরাচরিত শক্তি প্রকল্প রূপায়ণে বিশেষ উদ্…
১৭ কোটি ৭০ লাখ টাকায় এইচডিএ মেগা সৌর বিদ্যুৎ প্রকল্প রুপায়নে বিশেষ জোর দিয়েছে
সূর্যের আলো থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ,যা দিয়ে চলবে গেঁওখালি জল সরবরাহ প্রকল্প । বিদ্যুতের খরচ বাঁচাতে এমনই অচিরাচরিত শক্তি প্রকল্প রূপায়ণে বিশেষ উদ্যোগী হয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি (এইচডিএ) । হলদিয়া শহর এবং শিল্প তালুকে বিভিন্ন কল কারখানার প্রয়োজনীয় জলের চাহিদা পূরণে ১৯৯০ সালে গেঁওখালি জল প্রকল্প গড়ে তোলা হয় । শুরুতে প্রতিদিন ২৫ মিলিয়ন গ্যালন জল উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রকল্প থেকে জল সরবরাহ হতে থাকে । জলের চাহিদা পূরণ পরবর্তীকালে প্রতিদিন আরও ২৫ মিলিয়ন গ্যালন জল উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন প্রকল্প গড়ে তোলা হয় । বর্তমান প্রকল্প থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ হয়ে থাকে হলদিয়া শহর এবং শিল্প তালুকে । এই বিশাল প্রকল্পের কাজ পরিচালনার জন্য প্রতি মাসে প্রায় ৮ মেগা ওয়াট বিদ্যুৎ খরচ করতে হয় । যার মূল্য প্রায় প্রতিমাসে ২ কোটি ৪০ লাখ টাকা । প্রতি মাসে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ বাঁচাতে শুরু হয় বিকল্প ভাবনা । হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে থাকা এই জল প্রকল্পের জন্য তাই সৌর বিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে । গেঁওখালি জলপ্রকল্পের পাশেই ৫ একর জায়গায় গড়ে তোলা হবে এই সৌর বিদ্যুৎ প্রকল্প । রাজ্য নগর উন্নয়ন দপ্তর সেজন্য ১৭ কোটি টাকা সরবরাহ করছে । এই সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে প্রতিমাসে উৎপন্ন হবে ৩ মেগাওয়াট বিদ্যুৎ । প্রতি মাসে জল প্রকল্পে ৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য প্রায় আড়াই কোটি টাকা যেখানে খরচ হয়, উৎপাদিত ৩ মেগাওয়াট সৌর বিদ্যুৎ এখানে ব্যবহৃত হলে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় ঘটবে । প্রচলিত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ৭ টাকার ৪০ পয়সা খরচ হয় । সৌর বিদ্যুৎ ব্যবহারে খরচ নেমে আসবে প্রতি ইউনিট ৪ টাকা থেকে ৫ টাকায় । এ বিষয়ে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন,"গেঁওখালিতে আমরা এই সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণে খুব আগ্রহী । এখন প্রশাসনিক প্রক্রিয়া চলছে । যত দ্রুত সম্ভব এই প্রকল্প রূপায়ণ করা যায় আমরা সেই চেষ্টা করছি ।" শুধু গেঁওখালি নয় । এইচডিএর অধীনে থাকা হলদিয়া ভবন, হলদিয়ার রানীচকে সতীশ সামন্ত ট্রেড সেন্টার, গেঁওখালি ত্রিবেণী গেস্ট হাউস এবং দুর্গাচক সুপার মার্কেটের ছাদের ওপর সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে । হলদিয়া ভবন এবং ট্রেড সেন্টারের জন্য ৬০ লাখ টাকা খরচে এই প্রকল্প গড়ে তোলা হবে । পাশাপাশি ত্রিবেণী গেস্ট হাউস এবং সুপার মার্কেটের জন্য প্রকল্প রূপায়ণে খরচ করা হচ্ছে ১০ লাখ টাকা । সব মিলিয়ে ১৭ কোটি ৭০ লাখ টাকায় এইচডিএ মেগা সৌর বিদ্যুৎ প্রকল্প রুপায়নে বিশেষ জোর দিয়েছে । এ প্রসঙ্গে এইচডিএ'র চিফ এক্সিকিউটিভ অফিসার সুধীর কোন্থাম জানিয়েছেন,"সৌর বিদ্যুৎ প্রকল্প প্রচলিত বিদ্যুতের খরচ কমাতে সক্ষম । খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার কাজটিও হবে । আগামী দিনে ত্রিবেণী গেস্ট হাউস, কিংবা দুর্গাচক সুপারমার্কেটের ছাদে উৎপাদিত সৌর বিদ্যুৎ গ্রীডে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ।" সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক বছরের মধ্যে এই সমস্ত সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়িত হবে, যা হলদিয়ার পরিবেশ সুরক্ষার প্রশ্নে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন এলাকার মানুষজন ।
No comments