হলদিয়া মেলা শেষ হয়েও হলো না? রয়ে গেল পুরাতন স্মৃতি!শিল্প শহরে হলদিয়া উৎসব ,হলদিয়া মেলা, সংহতি মেলা, ক্ষুদিরাম মেলা, সম্প্রীতির উৎসব অনেকগুলি মেলা একের পর এক যেন স্মৃতি হয়ে থাকে। হলদিয়া বিজ্ঞান মেলা থেকে শুরু হয়েছিল হলদিয…
হলদিয়া মেলা শেষ হয়েও হলো না? রয়ে গেল পুরাতন স্মৃতি!
শিল্প শহরে হলদিয়া উৎসব ,হলদিয়া মেলা, সংহতি মেলা, ক্ষুদিরাম মেলা, সম্প্রীতির উৎসব অনেকগুলি মেলা একের পর এক যেন স্মৃতি হয়ে থাকে। হলদিয়া বিজ্ঞান মেলা থেকে শুরু হয়েছিল হলদিয়া উৎসব ২০০৭ সালে সেই মেলা বন্ধ হয়ে যায়। হলদিয়ার মানুষের আবেগকে ধরে রাখতে ২০১৫ সালে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে শুরু হয় সংহতি ময়দানে হলদিয়া মেলা। হলদিয়া মেলা পরপর কয়েক বৎসর হলেও মাঝে মধ্যে বন্ধ হয়ে গেল ও। আবার শুরু হয়েছিল ২০২২ সাল । কিন্তু ২৩- ২৪ মেলা হলো না সকলের আক্ষেপ রয়ে গেল। ২০০৭ সালে বন্ধ হয়ে যাওয়া হলদিয়া উৎসব পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছিলেন ঘোষণাও করেছিলেন প্রাক্তন সাংসদ হলদিয়া উৎসব কমিটির সভাপতি লক্ষ্মণচন্দ্র শেঠ। কিন্তু শেষ পর্যন্ত হলদিয়া উৎসব কমিটি মেলার জন্য জায়গা না পাওয়ার জন্য মেলা হচ্ছে না বলে বিশেষ সূত্রে জানা যায়।
হলদিয়া ক্ষুদিরাম মেলা ৩রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল সেই মেলা আনুষ্ঠানিকভাবে ১৭ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি পালিত হয়। ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেলা সমাপ্তি ঘোষনা হলেও সেই মেলা এলাকার মানুষ এবং দোকানদারদের কথা ভেবেই অঘোষিত মেলা চলেছে হলদিয়া বাসদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে মেলা। সেই মেলা যেমন মানুষের কেনাকাটা ঢল নেমেছে রয়েছে নাগরদোলা ,ডিস্কো ড্যান্সার, সহ বিভিন্ন ধরনের আট থেকে আশি সকলের মন জয় করার জন্য বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম সেই মেলাতে মানুষ কেনাকাটার জন্য বহু দূর দূরান্ত থেকে আসছে কেনাকাটার জন্য। মেলা কমিটির যুগ্ম দুই সম্পাদক অমিত প্রামাণিক এবং স্বপন দাস দুজনেই জানালেন আগামী দিনের মেলা আরো নতুনত্ব পরিকল্পনা নিয়ে তারা হাজির হবেন। মেলা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ্ত নস্কর বলেন মেলার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ স্বপন নস্কর গত ১৩ই ডিসেম্বর ২০২৩ এ প্রয়াত হয়েছিলেন এ বছর আমরা নতুন করে নতুন প্রজন্ম সেই মেলা করলাম ত্রুটি বিচ্যুতি হয়তো হয়েছে সেই সকল ত্রুটি বিচ্যুতি কাটিয়ে আগামী দিনে আরো সুন্দর করে মেলা সেই মেলায় থাকবে কৃষি মেলা বই মেলা শিশু মেলা জাতি সাধারণ মানুষকে আরো আনন্দ দেওয়া যায় তার পরিকল্পনা গ্রহণ করব
শিল্পশহর হলদিয়া মেলা হবেনা এটা ভাবা যায় না। বর্তমান যে সরকার চলছে খেলা মেলা উৎসব নিয়েই সারা বৎসর মেতে থাকেন মানুষের হৃদয়ের মনি কঠায়। প্রত্যেক বছর বৎসর নতুন বৎসর শুরুতেই শুরু হয় চৈতন্যপুরের সংহতি মেলা। সেই মেলার পরিকল্পনা শুরু হয়েছে কিন্তু যে রাজ্য সরকার সারা রাজ্যে ব্যাপী বিভিন্ন উৎসব মুখরিত হয়ে মানুষের বিভিন্ন মনের মনি কঠায় পৌঁছে যেত সেই মেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহরে সরকারি উদ্যোগে মেলা হচ্ছে না। ২৫শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত চলত ক্রিসমাস কারনিভাল হলদিয়া পৌরসভার সিটি সেন্টার থেকে হলদিয়া অম্বুজা মল পর্যন্ত সুসজ্জিত সাজানো হতো। চলত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সেই মেলা গত ২০২২ সাল থেকে বন্ধ হয়ে গেল। কারণ বর্তমান জনপ্রতিনিধি না থাকার জন্য হলদিয়া পৌরসভার ২০২২ সেপ্টেম্বর ৬ সেপ্টেম্বর থেকে হলদিয়ার এসডিও তথা পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নির্বাচিত প্রতিনিধি না থাকার জন্য মেলা করা সমস্যা রয়েছে বলেও বিশেষ সূত্রে জানা যায়। আর তার জন্যই মেলা বন্ধ।
No comments