Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পল্লীজ্যোতি পাঠাগার ৫৬ তম বার্ষিক মিলন উৎসব

পল্লীজ্যোতি পাঠাগার ৫৬ তম বার্ষিক মিলন উৎসবপূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুহাটি অঞ্চলে অবস্থিত পল্লীজ্যোতি পাঠাগার । আজ থেকে শুরু হলো ৫৬ তম বার্ষিক মিলন উৎসব ১৬ টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ প্রথম দিনে  …

 


পল্লীজ্যোতি পাঠাগার ৫৬ তম বার্ষিক মিলন উৎসব

পূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুহাটি অঞ্চলে অবস্থিত পল্লীজ্যোতি পাঠাগার । আজ থেকে শুরু হলো ৫৬ তম বার্ষিক মিলন উৎসব ১৬ টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ প্রথম দিনে  ৮টি টিমের খেলা সকাল থেকে শুরু হয়।টানটান উত্তেজনা সৃষ্টি ফুটবল খেলা মাঠ। খেলা দেখার জন্য দর্শক ছিল পরিপূর্ণ। সূত্রে জানা যায় চ্যাম্পিয়ন দল পাবেন এক লক্ষ এক টাকা এবং রানার দলের জন্য ৮০ হাজার এক টাকা পুরস্কার রাখা হয়েছে। এই খেলার আর্থিক সহায়তা করছেন হলদিয়া উৎসব কমিটি।  উৎসব চলবে আগামী ২৯ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত। থাকছে ফুটবল ভলিবল, তীরন্দাজ, অক্সন ব্রিজ,দাবা, ম্যারাথন দৌড়, বিভিন্ন অ্যাথলেটিক্স এবং  সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল উৎসবের দ্বিতীয় দিন ২১শে ডিসেম্বর ৮ টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। বাংলার বাঙ্গালি হৃদয় ফুটবল খেলা সেই খেলা দেখার জন্য খেলার মাঠ ছিল পরিপূর্ণ। আগামীকাল ১৬ টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভায় উপস্থিত থাকবেন হলদিয়া উৎসব কমিটি সভাপতি লক্ষ্মণচন্দ্র শেঠ এবং সম্পাদক আসিস লাহিড়ী। পল্লী যদি ক্লাবে সম্পাদক সভাপতি অন্যান্য সদস্যরা বললেন এ বছর যেভাবে হলদিয়া উৎসব কমিটি আমাদের পাঠাগারের ৫৬ তম মিলন উৎসবের সহযোগিতা করেছেন আগামী দিনেও আমাদের সাথে থাকবেন সেই আশা  করছি। পল্লী যদি পাঠাগারের ৫৬ তম বর্ষে বাৎসরিক মিলন উৎসব শুরু হয়েছে চলবে ২৯ই জানুয়ারি পর্যন্ত। ক্লাব কমিটির সম্পাদক মানস মন্ডল জানান আগামী ২১শে ডিসেম্বর প্রথম পর্যায়ে পীর বাবা এফসি কেশবপুর ভার্সেস এম এন্টারপ্রাইজ মহিষাদল  প্রথম পর্যায়ে খেলা শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে এমবিডব্লিউ শ্রীধরপুর সাথে রমেশ ব্রিগেড ভূপতিনগর, তৃতীয় পর্যায়ে বাসুদেবপুর কে এস এস- চন্ডিপুর ফুটবল গন্তব্য, দ্বীপশিখা হাতিবেড়্যা-ঐক্যতান কমলপুর। উৎসব কয়েকটি দিন সকলের সাদর আমন্ত্রণ।

No comments