Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে রাজ্য সরকার যে প্ল্যানে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবী

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে রাজ্য সরকার যে প্ল্যানে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবীঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির সভা থেকে রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্…

 



ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে রাজ্য সরকার যে প্ল্যানে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবী

ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির সভা থেকে রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায় সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবী


            অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদী এলাকায় কাজ শুরু সহ রাজ্য সরকার বর্তমানে ওই প্ল্যানে যে কাজ করতে চায়, সে সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের দাবীতে আজ ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠে এলাকার ভুক্তভোগী মানুষজনদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। মূল বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি ও অফিস সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক কানাই লাল পাখিরা বক্তব্য রাখেন।    

          প্রসঙ্গত উল্লেখ্য,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের প্রায় ১৬৫০ বর্গ কিমি এলাকার আনুমানিক ২০ লক্ষ অধিবাসীকে স্থায়ী বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল "ঘাটাল মাস্টার প্ল্যান"। ঘাটালের সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী জহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন,সেই সময় পার্লামেন্টে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে ঘাটালের ফি বছরের বন্যার কথা প্রথম উল্লেখ করেন। তারপরই 'মান সিং কমিটি' গঠন করে কেন্দ্রীয় সরকার ওই বিধ্বংসী বন্যার কারণ অনুসন্ধান করে যে রিপোর্ট পেশ করেন এবং কাজের সুপারিশ করেন তাহাই বহুচর্চিত 'ঘাটাল মাস্টার প্ল্যান'। ওই মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয়ে পূর্বতন বামফ্রন্ট সরকার ১৯৮২ সালে ঘাটাল সংলগ্ন শীলাবতী নদী পাড়ে ভিত্তিপ্রস্থর স্থাপন করেই তার দায়িত্ব শেষ করেন। ইতিমধ্যে প্রতি বছরে ক্ষতিগ্রস্ত বানভাসি এলাকার কয়েক লক্ষ মানুষজন কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য গড়ে তোলেন-আন্দোলনের প্ল্যাটফর্ম 'ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি'। 

           ওই কমিটির নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ টালবাহানার পরেও কেন্দ্রীয় সরকার কোন অর্থ বরাদ্দ না করায় সম্প্রতি রাজ্য সরকার সেই প্ল্যান কার্যকরী করবে বলে লোকসভা নির্বাচনের আগে মাননীয়া মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ দীপক অধিকারী(দেব)কে বসিয়ে সেই ঘোষণা করেন। চলতি বর্ষায় মাননীয়া মুখ্যমন্ত্রী ঘাটাল এলাকা পরিদর্শনের সময় বলেন,তিন/চার বছরের মধ্যে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজ রাজ্য সরকারই করবে। ইতিমধ্যে সেচমন্ত্রী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই কাজ শুরু হবে বলেও ঘোষণা করেছেন।

             ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আমরা চাই-পূর্ণাঙ্গ মাস্টার প্লানে কি কাজের কথা ধরা রয়েছে এবং তা কোন বছরে কি কি কাজ রাজ্য সরকার কিভাবে রূপায়িত করবে,তা অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরুক। এছাড়াও আগামী বর্ষার পূর্বেই শীলাবতী নদী সংলগ্ন এলাকায় নদী সংস্কারের কাজ শুরু হোক।

No comments