চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির
অন্ধ জনেরে আলো দাও! হলদিয়া টাউনশিপ মোহনা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির ।এলাকার মানুষদের চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় হলদ…
চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির
অন্ধ জনেরে আলো দাও! হলদিয়া টাউনশিপ মোহনা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির ।এলাকার মানুষদের চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া ইন্দোরামা কারখানার সামাজিক দায়বদ্ধ প্রকল্পে এই শিবির অনুষ্ঠিত হয়। বিবেকানন্দ মিশন নেএ নিরাময় নিকেতন সহযোগিতায় হলদিয়া টাউনশিপ অহনা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতি শিবিরে আজ প্রায় ২৩২ জন চক্ষু পরীক্ষার শিবিরে অংশগ্রহণ করেন তার মধ্যে ৫৭ জন চক্ষু ছানি পরীক্ষার জন্য চিহ্নিত হয়। জানা যায় আগামী ২৫ ডিসেম্বর তাদেরকে হাসপাতালে নিয়ে এসে চক্ষু পরীক্ষা করে ছানি অপারেশন হবে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/h9NEM_UUqVg
ব্যবসায়ী সমিতি সম্পাদক স্বপন কুমার মাইতি বলেন আগামী দিনে আমরা চক্ষুদান দেহদান কর্মসূচি গ্রহণ করব। তিনি বলেন চোখের কর্নিয়া আমরা নিজেদের অজ্ঞতার জন্য পুড়িয়ে ফেলি মৃত মানুষদের ওই কর্নিয়া নিয়ে অন্য অন্ধজনের আলো দেখানো যায়। সেজন্যই দেহদান চক্ষুদান এই কর্মসূচি আমরা আগামী দিনে ব্যবসায়ী সমিতির উদ্যোগে পালন করব। সামাজিক দায়বদ্ধ প্রকল্পের ইন্দোরমা প্রাইভেট লিমিটেড আধিকারিক চন্দন পন্ডা জানান আমরা বছরে প্রায় ২৭- ২৮ টি ক্যাম্প করে থাকি বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতন চৈতন্যপুর তাদের সহযোগিতা নিয়ে করি। আমাদের এই প্রকল্পে প্রাথমিকভাবে কিছু ঔষধ এবং ছানি যাদের রয়েছে ছানি অপারেশন , এছাড়া চশমা দেবারও ব্যবস্থা রয়েছে।
No comments