নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন, বুথ সভাপতির উপরে ও হামলা, উত্তপ্ত নন্দীগ্রাম নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। পাশাপাশি তৃণমূলের বুথ সভাপতির ওপরে হামলার ঘটনায় অবরোধ বিক্ষোভ চলছে নন্দীগ্র…
নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন, বুথ সভাপতির উপরে ও হামলা, উত্তপ্ত নন্দীগ্রাম
নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। পাশাপাশি তৃণমূলের বুথ সভাপতির ওপরে হামলার ঘটনায় অবরোধ বিক্ষোভ চলছে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়। জানা গেছে, গতকাল কৃষি সমবায় ব্যাংকে নন্দীগ্রামে বিপুল জয়ের মুখ দেখেছে বিজেপি। এরপর রাতভর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। গতকাল রাতে দুষ্কৃতীরা নন্দীগ্রামের কালীচরণপুর এলাকায় তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পাশাপাশি দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মন্ডল। এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে গোটা নন্দীগ্রাম। সকাল থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয়েছেন তারা।
নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডল জানান, "খুনের অভিযোগ দায়ের হয়েছে। রাস্তা অবরোধ হয়েছে। শান্তি বজায় রাখতে ব্যাস্ত আছি। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"
No comments