Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাধু-সন্তদের সঙ্গে বাংলাদেশের ইসু নিয়ে কাঁথি রাজপথে হাঁটলেন শুভেন্দু

সাধু-সন্তদের সঙ্গে বাংলাদেশের ইসু নিয়ে কাঁথি রাজপথে হাঁটলেন শুভেন্দু। বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজির এনআইএ তদন্তের কথা জানালেন শুভেন্দু
  বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময়…

 




সাধু-সন্তদের সঙ্গে বাংলাদেশের ইসু নিয়ে কাঁথি রাজপথে হাঁটলেন শুভেন্দু। বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজির এনআইএ তদন্তের কথা জানালেন শুভেন্দু


  বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে- কাঁথিতে সাধুসন্ত দের সঙ্গে প্রায় তিন কিলোমিটার পথ হাটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তার বক্তব্যে হুঁশিয়ার দিয়ে বলেন-

  "তিন কিলোমিটার হাঁটলাম!  বাংলাদেশে হিন্দুদের - আপামর বিশ্বের হিন্দুদের পাশাপাশি কাঁথির হিন্দুরা আছেন। সহযোগিতা করার জন্য প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান। গত শুক্রবার মিছিল থেকে যেভাবে সম্রদায়ীক উস্কনি দেওয়া হয়েছে, সম্বল আজমির এর ঘটনায় কোড কি বলছে ঘটনায় কোর্ট কি বলছে? ওয়াকফ বোর্ডের কি হবে তা নিয়ে এখানে গরম গরম হাওয়া দেওয়া হয়েছে। সনাতনীরা শান্তিপ্রিয় তাই আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের মৌলবাদ ও জঙ্গিবাদ মেরে দেবো কেটে দেবো ওই ধরনের ভাষা মাদ্রাসা পড়াশুনা করলে মুখ থেকে বেরায়।  চারঘন্টা কোলকাতায় দখল করবে যারা দখল করবে বলেছে তারা কোন কলেজে পড়ে তা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলনেতা।  মাদ্রাসায় পড়ে ঢাকা থেকে এই ধরনের কথাবার্তা বলছে। 

হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনা য় যে রাফেল বিমান রাখা আছে তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে।

ভারত থেকে আলু ও পেয়াঁজ না গেলে যাদের খাওয়া জোটে না, যাদের নুন তৈরি হয় কাঁচা ভারত থেকে আয়োডিন গেলে পরিশুদ্ধ হয়, 

 আমরা বাংলাদোশের নিভর করি না বিএনপির একটা বেয়াদব আছে বউ এর শাড়ি পুড়াচ্ছে, ওই মোল্লাকে আমি বলতে চাই- কলকাতা এসে কিছুদিন আগে তোমার হার্টে একটা রিং বসিয়েছিল, ওটা ভারতের তৈরি ওটা খুলে বের করে দাও বউয়ের শাড়িটা পরে পুড়াবে। 

 ৭১ সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে, হিন্দু মহিলাদের ধর্ষন করা হয়েছে। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য ৩০ লক্ষ শহীদ হয়েছিল। তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছিল। তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে। 

পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই মোল্লাগুলো মৌলভী গুলোর পাকিস্তানের রাজাকারের যা হাল হয়েছিল, এই হালাত হতে চলেছে।

বাংলাদেশের হিন্দুদের জন্য মন্দিরে প্রার্থনা করার আবেদন করেন শুভেন্দু।

 আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদী জঙ্গিবাদ এর বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে। 

আমাদের মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার -- শুভেন্দু বলেন- ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দ্বায়িত্ব তার তার। 

মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন- আপনি কাঁথি শহরে হেঁটে বলেছিলেন- কাঁথি অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন, আর আপনারা পিসিমুক্ত করেছেন।

পাশাপাশি শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিস্ফোরণ কান্ডে এন-আই তদন্তের অগ্রিম বার্তা দেন। 

No comments