ইসকন মন্দিরে চলছে ফুড ফেস্টিভ্যাল হলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত ইসকন মন্দির সেই মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এ বছর শুরু হয়েছে খাদ্য রসিকদের জন্য ফুড ফেস্টিভেল। থাকছে বিরিয়ানি, চাওমিন, চপ, বেগুনি পাপড় এবং বিভিন্ন ধরনের মিষ্টান…
ইসকন মন্দিরে চলছে ফুড ফেস্টিভ্যাল
হলদিয়া বন বিষ্ণুপুরে অবস্থিত ইসকন মন্দির সেই মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এ বছর শুরু হয়েছে খাদ্য রসিকদের জন্য ফুড ফেস্টিভেল। থাকছে বিরিয়ানি, চাওমিন, চপ, বেগুনি পাপড় এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন তবে মধুমের রোগীদের জন্য রয়েছে সুগার ফ্রি মিষ্টান্ন আছে ফুচকা। এছাড়া ইসকন মন্দিরে বিগ্রহে রয়েছে জগন্নাথ বলরাম মাতা সুভদ্রা রয়েছে শ্রী প্রভুপাদ এছাড়া ও কৃষ্ণ ও রাধিকার বিগ্রহ। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয় । বছরের শেষ প্রান্তে এসে খাদ্য রসিকদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যের সম্ভার নিয়ে ইসকন ভক্তরা তারা ফুড ফেস্টিভলের আয়োজন করে থাকেন তবে পৌষ পার্বণের পিঠে পুলি না হলে তো আর ভালো লাগেনা। তাই ফুড ফেস্টিভ্যাল রয়েছে বিভিন্ন ধরনের পিঠে পুলি আর তার সাথে পাল্লা দিয়ে অন্যান্য বেকারীদের কেকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু কেক। মন্দিরের সেবায়েত নয়ন আনন্দ গোস্বামী দাস।
No comments