Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওয়ার্ল্ড যোগা কাপে সাফল্য পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সৌভিক পাল

ওয়ার্ল্ড যোগা কাপে সাফল্য পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সৌভিক পাল
 ২৮ শে ডিসেম্বর ইউনিভার্সেল যোগাস্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজ‍্যাকে ওয়ার্ল্ড যোগা কাপে সাফল্য অর্জন করে পূর্ব মেদিনীপুরের হলদিয…

 





ওয়ার্ল্ড যোগা কাপে সাফল্য পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সৌভিক পাল


 ২৮ শে ডিসেম্বর ইউনিভার্সেল যোগাস্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভাইজ‍্যাকে ওয়ার্ল্ড যোগা কাপে সাফল্য অর্জন করে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সৌভিক পাল । ৫-৭ বছরের বালক বিভাগে প্রথম স্থান অর্জন করে ভারতকে গোল্ড মেডেল এনে দিয়েছে শৌভিক। জয়গুরু যোগা ট্রেনিং সেন্টারের প্রশিক্ষিকা সবিতা পাল এর কোচ হিসেবে ট্রেনিং দেন। প্রশিক্ষিকা সবিতা পাল এইরকম স্টুডেন্টদের রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে  পৌঁছানোর ব্যবস্থা করে থাকে তিনি আরো বলেন যে কেবলমাত্র স্টুডেন্টরা নয় অভিভাবকদের মধ্যেও যোগা  নিয়মিত অভ্যাস করতে হবে।




 

No comments