জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন করা হয় লোহাগড়ায়
সৈয়দ খায়রুল আলম,আন্তর্জাতিক ডেস্কঃপ্রবাসী দিবস উপলক্ষে পাচারের শিকার মানব উদ্ধার সংস্থার আয়োজনে মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়। লোহাগড়ায় শোভাযাত্রা শেষে লোহাগড়া…
জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন করা হয় লোহাগড়ায়
সৈয়দ খায়রুল আলম,আন্তর্জাতিক ডেস্কঃপ্রবাসী দিবস উপলক্ষে পাচারের শিকার মানব উদ্ধার সংস্থার আয়োজনে মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়।
লোহাগড়ায় শোভাযাত্রা শেষে লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী দিবস উপলক্ষে গণসচেতনতা বাড়াতে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাবেক প্রবাসী শফিকুর রহমান শিকদার, মো জহুরুল হক,জাপান প্রবাসী দেওয়ান আল্লামুতুজ্জামান হারুন,ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব বিশ্বাস, লাইব্রেরী সদস্য সচিব মো মিলন শেখ, লাইব্রেরিয়ান মো সিদ্দিকুর রহমান, গৌতম সাহা,সোমনাথ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও সুধিজন উপস্থিত ছিলেন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংশ্লিষ্ট সবাই কে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। দিবসটি সফল করতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা ভালো থাকুক, নিরাপদ ও সুস্থ সুন্দর জীবন গড়ুক সেই দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি সরকার এবং স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াতে সরকার বিভিন্ন পরামর্শ দিয়ে পাশে থাকার আহবান জানানো হয়।
No comments