Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত মহাশয়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন

সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত মহাশয়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনসর্বাধিনায়ক ও চারুকলা উৎসব ২০২৪ আয়োজনে বিশ্ব কলা কেন্দ্র উপস্থিত ছিলেন  - শুভশ্রী পাল(বিশিষ্ট বাচিক শিল্পী, আবৃত্তিকার, লেখিকা,  সঞ্চালিকা ও অধ্যাপিকা - শ্রী কলা…

 




সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত মহাশয়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন

সর্বাধিনায়ক ও চারুকলা উৎসব ২০২৪ আয়োজনে বিশ্ব কলা কেন্দ্র 

উপস্থিত ছিলেন  - শুভশ্রী পাল(বিশিষ্ট বাচিক শিল্পী, আবৃত্তিকার, লেখিকা,  সঞ্চালিকা ও অধ্যাপিকা - শ্রী কলালয় কালচারাল স্কুল)ও দীপ মাইতি (শিল্পী শিল্প সাংস্কৃতিক এবং নৈপুণ্য বিভাগ, কোরিওগ্রাফিক্স, সঞ্চালক ও সমাজসেবী ও ইনচার্জ  কলালয় কালচারাল স্কুল)এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ 

শিল্প সাংস্কৃতি মেলবন্ধনের সারাদিন সাংস্কৃতিক চর্চা, গহনাবড়ি প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, আন্তস্কুল কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি কোলাজ, ও সন্ধ্যা কালীন নৃত্যানুষ্ঠান সহ অসহায়দের বস্ত্র বিতরণ ইত্যাদি ।।

প্রসঙ্গত,১৯৪২ খ্রীস্টাব্দের ১৭ ই  ডিসেম্বর তমলুকে প্রতিষ্ঠিত করলেন তাম্রলিপ্ত জাতীয় সরকার - তমলুক আদালতের সামনে যিনি মাথা উচু করে বলেছিলেন- আমি কোনো আইন মানিনা, আমি স্বাধীন রাষ্ট্রের নাগরিক, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক স্বাধীনতার বীজ বপন হয় মেদিনীপুরের মাটিতে হলদিয়া যার হাত ধরে আজ শিল্পনগরী প্রনাম সেই সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত কে""!

No comments